![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
ঢাকার বিশ্বজিতের মতোই সিলেটে কোপিয়ে মারা হল জগৎজ্যোতিকে !! ধিক ধিক !
সিলেট গণজাগরণ মঞ্চের সাথে সক্রিয় ব্যক্তিত্ব জগৎজ্যোতি তালুকদারকে পাকিস্তানি গেলমাল দল জামায়াতে ইসলামি আর ছাত্রশিবিরের হায়েনারা কুপিয়ে হত্যা করেছে আজ সন্ধ্যার দিকে। গণজাগরণ মঞ্চের আন্দোলনের শুরু থেকেই জামাত-শিবিরের বিরুদ্ধে তার কন্ঠ ছিলো সোচ্চার । প্রতিদিনই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রজন্মচত্ত্বরে তিনি আসতেন। কিন্তু কখনো মঞ্চ উঠার চেষ্টা করেন নি। লোকদেখানো বক্তৃতাবাজিও করতেন না। রাজপথে বসেই বজ্রকণ্ঠে শ্লোগান ধরতেন রাজাকারের ফাঁসির দাবিতে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেক শহীদের নাম এখন জগতজ্যোতি তালুকদার।
তবু নির্দ্বধায় বলছি হায়েনার দল জামায়াত-শিবিরের রাজনীতিকে আমাদের বাংলাদেশ ভূখণ্ড থেকে চিরতরে বিদায় করার আগ পর্যন্ত জনতার সংগ্রাম চলতেই থাকবে। আমরা পিছু হটবো না। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশে পাকিস্তানের উত্তরসূরিদের ঝাণ্ডা উড়াতে দিব না কোনোভাবেই।
প্রিয় দেশবাসী, আমাদের এই প্রাণপ্রিয় মৃত্তিকায় শ্বাপদের অবাধ বিচরণ রুখে দিতে আরেকটিবার গর্জে উঠুন একসাথে।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৯
মামুন রশিদ বলেছেন: Click This Link
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: পড়ুন এবং চুপ করে বসে থাকুন !
৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: কেউ চুপ করে বসে নাই । যেমন আপনি বা আমরা সবাই । লিংক দিয়েছি, কারন ঐখানে আরো বিস্তারিত ভাবে দেয়া আছে ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আপনাকে নয়। সবাইকে বলছি...পড়ুন এবং চুপ করে বসে থাকুন !
৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
নিরব বাংলাদেশী বলেছেন: ঢাকার বিশ্বজীত আসলো কেন? বিশ্বজীতরে মারসিলো বালের পোলাপাইন নাকি এই জামাতীরা? ভুল হইলে ঠিক কইরা দিয়েন...
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: খুনির একটাই পরিচয়, খুনি। সে যতই বাল ছাল হোক না কেন?? শিবিরের হায়েনাদের নির্মূল কর।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
মাথাল বলেছেন: R.I.P
৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
নীলতিমি বলেছেন: সরকার কোনমুখে এদের খুনীদের ধরবে ? লীগ-বিএনপি-জামাত সবাই ভন্ড !
৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪২
আকাবাকা বলেছেন: আগেরটারে সুনচি বালেরা মারচে আবার নাকি জামাত মারচে দেখি কি হয় ?
৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
রাহিক বলেছেন: স্থানীয় একটি পত্রিকার খবর অনুযায়ী ছাত্রলীগের দলীয় কোন্দলের শিকার হয়ে নিহত হন তিনি ।
আর সিলেটে উনার যে ইমেজ,শিবির উনাকে মারবে বল মনে হয় না ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: স্থানীয় পত্রিকার লিঙ্ক টা দিয়েন। শিবির কি কম ইমেজওয়ালাদের মারে?? ১৯৭১ এ আমাদের যারা মারা গেছে তারা কি কম ইমেজ ওয়ালা ছিল?
১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: হায়েনার দল জামায়াত-শিবিরের রাজনীতিকে আমাদের বাংলাদেশ ভূখণ্ড থেকে চিরতরে বিদায় করার আগ পর্যন্ত জনতার সংগ্রাম চলতেই থাকবে। আমরা পিছু হটবো না। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশে পাকিস্তানের উত্তরসূরিদের ঝাণ্ডা উড়াতে দিব না কোনোভাবেই।
১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০০
এস আর সজল বলেছেন: বিশ্বজিতের হত্যা কাণ্ডের পর সামুরই অনেক ব্লগাররে দেখছিলাম ছাত্রলীগের চৌদ্দগুষ্টি উদ্ধার করেছে, এখন আরও অনেক বিশ্বজিতের হত্যা হচ্ছে উনারে এখন চুপ কেন???????
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৪
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমাদের তথাকথিত সুশীল রা দুই ভাগে বিভক্ত !!
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৯
মহামহোপাধ্যায় বলেছেন: অমানুষগুলো লক্ষ বছরেও মানুষ হতে পারবে না, চল্লিশ বছর তো দূরের কথা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আল্লাহ, প্লিজ হেল্প আস