![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
প্রায় প্রতিদিন সিলেট গণজাগরণ মঞ্চে বিশাল মিছিল নিয়ে আসতেন তিনি। শুক্রবারের পতাকা মিছিলেও ছিলেন সবার আগে।
যারা রাজনীতি করেন তাদের মধ্যে মঞ্চ দখলের একটি প্রবণতা প্রবলভাবে পরিলক্ষিত হয়। তবে প্রতিদিন মিছিল নিয়ে আসলেও একদিনও মঞ্চের কাছাকাছিও আসেন নি তিনি।
আজ তাকে নৃশংস ভাবে তাকে খুন করলো শিবির হায়েনারা
গণজাগরণ মঞ্চ সিলেটের প্রথম শহীদ এবং একনিষ্ট কর্মী জগত দা'র প্রতি বিনম্র শ্রদ্ধা।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৯
রুদ্ধ কারাগারে অবরুদ্ধ মন বলেছেন: এখন আর চুপ করে থাকার সময় নয়, এখন সময় পালটা জবাব দেওয়ার।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৫
লিফো বলেছেন: খবরটা পড়ুন, সত্যকে জানুন। গুজব ছড়াবেন না।
Click This Link
"নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তপোবনে হামলাকালে জয়বাংলা-জয়বন্ধু স্লোগান ও কিছু চিৎকারের শব্দ শোনা যায়। ওই এলাকায় ছাত্রলীগের দু’টি গ্রুপের মধ্যে অভ্যন্তরণী কোন্দলও রয়েছে।"
৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭
লিফো বলেছেন: সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে জগত্ জোতীকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে তিনি নিজের প্রাইভেট কারে করে চলার সময় তাকে গাড়ি থেকে নামিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ সময় তারা প্রাইভেট কারটি পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ হামলায় আহত হয়েছেন আরেক ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ।
ছাত্রলীগ এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে। তবে অন্য একটি সূত্র জানায়, এটি দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৯
আমার বলা বলেছেন: এই টা কি বলেন। কুন সময় হইলো?
৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫১
আমার বলা বলেছেন: হ @লিফো তোমারে কইছে
৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: লিফো রে কেউ লাথাইয়া বাইর করেন পিলিজ।
৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০০
লিফো বলেছেন: জয় বাংলা, জয় বাংলা।
আমি যুদ্ধারপোধারীদের ফাসি চাই।
ভাই লাথ্থি দিবেন।
৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০৬
পিওর গাধা বলেছেন: লিফো বলেছেন: জয় বাংলা, জয় বাংলা। আমি যুদ্ধারপোধারীদের ফাসি চাই। ভাই লাথ্থি দিবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩১
রিফাত হোসেন বলেছেন: কি শুরু হল