নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

কাফনের কাপড় পাঠিয়ে সিকৃবির ভিসিকে হত্যার হুমকি !

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

এবার সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদারকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।



ড. শহীদ উল্লাহ তালুকদার বলেন, “বেলা সারে এগারটার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তর টিলাগড় ঠিকানায় তার নামে একটি প্যাকেট আসে।সুণ্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানায় চিঠিটি আসে । একটু আগে চিঠিটি খোলা হয়। এবং এটি খুলে দেখা যায়, এর ভেতরে কাফনের কাপড় রাখা।” চিঠিতে প্রেরক হিসাবে-‘জমদূত তালুকদার, মানিক পীর রোড সিলেট’-লেখা রয়েছে।কুরিয়ার নম্বর হিসেবে: f95010925/0 নম্বরটি উল্লেখ রয়েছে।চিঠিটে ইংরেজী অক্ষরে বাংলায় লিখা হয়েছে।

ভিসি বলেন- “তরুন প্রজন্মের সাথে গনজাগরণ মঞ্চের সাথে একাত্ততা ঘোষনা করেছি বলে এ ধরনের হুমকি এসেছে বলে মনে হয়।” তিনি আরো বলেন-“যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবার এক হয়েছে। শত হুমকিকেও আমরা ভয় পাই না। আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।”



চিরকুটে আগামী ২৬ মার্চের আগে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানান ড. শহীদ উল্লাহ । হুমকিদাতা হিসেবে চিরকুটের নিচে লেখা রয়েছে- মাও. জমদুদ তালুকদার, গোরস্থান রোড, চাঁদপুর ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

ডেনজারাসবয় বলেছেন: যেহেতু কুড়িয়ারে আসছে তাই এর প্রেরককে খুজে পাওয়া কষ্টকর নাও হতে পারে ।
জাশির এই বান্দির পোলাগো স্পটে মাইড়া ফালানি উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.