নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আমার লাশ নিয়ে কোন রাজনীতি হবে না বলে দিচ্ছি !!

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

‘তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাও।আমি সাত মাস ধরে গৃহবন্দী। চলাফেরা খুবই নিয়ন্ত্রিত। ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছে, সাবধানে চলার জন্য। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।’ (ভাইয়ের লাশ উদ্ধারের পর রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চাইলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল)



ছি: ছি: ছি: আমি কোন দেশে বাস করছি । একজন মুক্তিযোদ্ধা আমাদের বলছেন- "আমাকে বাঁচাও" ।

কি লজ্জা !! এ দেশ স্বাধিন হল কেন । আমরা সবাই চুপ !!!

মুক্তিযুদ্ধের চেতনা আজ মিছিল, মিটিং, মানববন্ধন, শো ডাউন , দলবাজী, চাটুকারের হাতে বন্দি ।

একটার পর একটা লাশ আসছে। আমরা চুপ করে সব দেখছি । চুপ চুপ চুপ !!



আমাকে মেরে ফেললে আমার লাশটা আব্বার কাছে পৌছে দিও । আমার লাশ নিয়ে কোন রাজনীতি হবে না বলে দিচ্ছি !!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

অন্ধকার রাজপুত্র বলেছেন: হায় !! কোথায় আছি আমরা?? এখানে কারও কোন নিরাপত্তা নেই । :( :(

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

রিওমারে বলেছেন: আসুন আগা মী নির্বাচনেও এই কুলাংগার দলকে ভোট দেই যাতে কুত্তালীগ দিয়া আমাদের মা বোনদের গন ধর্ষন করাতে পারি।।

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: একজন কিশোর মুক্তিযোদ্ধা আমাদের বলছেন- "আমাকে বাঁচাও" ।

এই লজ্জা বর্তমান প্রজন্মের প্রতিটি তরুনের ।

৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

চৈতী আহমেদ বলেছেন: প্রজন্ম চত্বর শুনতে কি পাও স্বজন হারার আর্তনাদ! সব কটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়েরই গান .... এই গানের সুরকার বলছেন কথা “আমাকে বাঁচাও” একজন কিশোর মু্ক্তিযোদ্ধা জানাচ্ছেন এই আর্তি । আমরা কি একটি স্বাধীন রাষ্ট্রে বেঁচে বর্তে আছি? কেন আছি?

৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: ঘৃণাবোধ করছি, অপমানিত বোধ করছি, আমি লজ্জিত...

কেন আমার বাবা মুক্তিযোদ্ধে গিয়েছিল, কেন আমার বাবা এদেশ স্বাধীন করেছিল, তাকে কেন বারবার অপমানিত হতে হয়, যুদ্ধে যেযে কি উনি কোন ভুল করেছিল? :( :( :( :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.