![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
আমি বরং তোমার মোবাইলফোন হই। যেখানেই যাও আমাকে কি নাও? তুমি নাও স্মার্ট ফোন। আমি কাঁদলেও আমার হাত ধরো না অথচ রিং আসতে দেরী হয় তোমার ফোন ধরতে দেরী হয় না। বিকেলে মন চায় তোমার সাথে কাঁনামাছি ভোঁ ভোঁ বা ছুঁয়োছুয়ি খেলি। কিন্তু তোমার সময় কই, প্লে স্টোরে তোমার জন্য কত হাজার মজার গেইমস। আমি বরং তোমার মোবাইলফোন হই। কত স্বপ্ন ছিলো তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো, তুমি চুলে বিলি কেটে দিবে। হাতে সবসময় হতচ্ছাড়া ফোনটি ধরে রাখলে আমায় ধরবে কখন? লাস্ট কবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছো বলতো? অথচ রাতে ঘুম চোখে চ্যাট করতে করতে ফোনটা ধরাম করে তোমার নাকে মুখে পড়ে যায় তবু তাকে জড়িয়ে ধরে থাকো।আমি বরং তোমার মোবাইলফোন হই। শীত এসেছে কত করে বললাম, চলো টুনি পিঠা বানাই। টুনার আবদার ভুলে গেলেও ফোনটা চার্জ দিতে ভুলো না তুমি। ফোনের খাবারের কথা ভাবো, আমারও তো কিছু খেতে মন চায়। আমি বরং তোমার মোবাইলফোন হই। তখন তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
ওমেরা বলেছেন: দুঃখ করে কি করবেন এটা জামানার বাতাস !! আপনি ও একটা ফোন কিনে ফোন নিয়েই থাকেন ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের মর্জি বোঝা বড় দায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি অপেক্ষা করতে থাকুন। মোবাইলে রূপান্তরের প্রজেক্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনার মত অনেকেই এই রূপান্তরের কাজে ভীষণ আগ্রহী।