নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

একা বেঁচে থাকতে শেখো প্রিয়

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

কার্তিকের এই রাতটা শত ভিড়ের মাঝেও একা হয়ে গেলো।

আমার বন্ধু'র আসির আরমান এসেছে সিলেটে। গিটার বাজিয়ে নিজের সিগনেচার গানটা গাইলো আমাদের ইশনকে সাথে নিয়ে। স্রষ্টা ও সৃষ্টি অদ্ভুত মাদকতা এনে দিয়েছে এই রাতে।

মনের গতি সত্যিই যেন রাতের দূরপাল্লার গাড়ির মতো। সে মন ধরতে না পারলেও আসিরের কবিতার লাইনগুলো চমৎকার সুর পেয়েছে। আড্ডাটা ভালো ছিলো।

পুরো গানটাই- নিকষকালো রাতের যোগান

Lyrics :

প্রিয় একা,
বেঁচে থাকতে শেখো প্রিয়।
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে।
আশারাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি।
আমার নিরাগ লাগে ভারী।
কবে ছোঁব সাদাশাড়ি?
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়।
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধঘরে শোবার স্বভাব আমি না করেছি ক'বার!?

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি।
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকেট কেটে রেখেছিলাম;
যাত্রাসময় ভুলে এখন ইশটিশনে বেজায় অন্ধকার।

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: গানের কথাগুলো পড়েছি। সুন্দর...

ভিডিও প্লে হচ্ছে না।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

কনফুসিয়াস বলেছেন: ৩-৪ মাস থেকেই গানটা শুনতে শুনতে ঘুমাই। ভাল লাগে। |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.