নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

মনে থাকবে, সব মনে থাকবে (\'সব ইয়াদ রাখা জায়েগা\' অবলম্বনে)

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩



মনে থাকবে, সব মনে থাকবে।
মেরে ফেলো, ভুত হয়ে তোমার হত্যাকান্ডের প্রমাণ লিখবো
তুমি বিচারালয়ে কৌতুক লিখো।
আমরা দেয়ালে, পিচ ঢালা রাস্তায় শ্লোগান লিখে রেখেছি।
আমরা এতো জোড়ে বলবো, বধির শুনে ফেলবে।
আমরা এতো স্পষ্ট লিখবো, অন্ধ পড়ে ফেলবে।



আমাদের যে কালো পদ্ম দিয়েছিলে
ধরো, আমরা সেটিকে লাল গোলাপ বানিয়ে ফেরত দিচ্ছি।
যতপারো পৃথিবীতে অত্যাচার লিখো।
জেনে নাও আকাশে আজ বিপ্লব লেখা হয়ে গেছে।

মনে থাকবে, সব মনে থাকবে।
তোমার লাঠিতে, তোমার গুলিতে
আমার ভাই মরেছে, আমার বন্ধু মরেছে।
পাজরভাঙা কষ্ট নিয়ে আমাদের সব মনে থাকবে।
জানি, ভালো করেই জানি
এতোদিন শুধু মিথ্যেই লিখে গেছো।
রক্ত দিয়ে আমরা আজ যে সত্যটি লিখলাম
একদিন সেটি প্রকাশ হবে।

টেলিফোনের তার কাটা
বিদ্যুতের খুটি ফেলানো,
পানির কল বন্ধ
পুরো শহর নিস্তব্ধ ও নজরবন্দী।



গতকাল আমার ঘরে ঢুকে কারা যেনো
তছনছ করেছে ইস্ত্রিকরা কাপড়
টেবলি সাজানো বই
রান্না ঘরের পাতিল।
আমার সন্তানকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে
তার বুকে বসিয়ে দিয়েছে চকচকে একটি কুড়াল
তার রক্তে তোমার হাত ভিজে আছে
ভয় পেয়ে সামান্য কেঁপেও উঠলে না।
এইযে সকলের সামনে তুমি বিদ্রুপের অট্টহাসিতে ফেটে পড়লে।
মনে থাকবে, সব মনে থাকবে।



দিনের আলোতে মিষ্টি বক্তৃতা।
সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে
তুতলিতুতলিয়ে এসব কথা বলো,
মনে করছো কিছু বুঝি না?
সব বুঝি।
সন্ধ্যে নামলেই রাস্তা শুয়ে থাকা ভিখারীর ঘুম ভেঙে দাও
গুলি করে তাঁর বুক ঝাঝড়া করে দাও
তাঁর হাতে থাকা টিনের থালাটা ইটের উপর পড়ে ঝনঝন করে উঠে।
আমাকে হামলা করে আমাকেই নাম দিয়েছো হামলাকারী
মনে থাকবে, সব মনে থাকবে।

আমি আমার হাড্ডিতে লিখে রাখবো এ ঘটনা
কত্ত বড় সাহস, তুমি আমার পরিচয়পত্র চাও!
আমি কে, কোত্থেকে এসেছি শীঘ্রই সে জানান দিবো।
এর শেষ না দেখে আমি ছাড়ছিনা।
তোমার ভয়ে মরছি না
কিচ্ছু আমি ভুলছি না।

মনে থাকবে, সব মনে থাকবে
মনে থাকবে তোমার কাগজ ছেড়ার মতো মানচিত্র ভাগের কথা
মনে থাকবে আমাদের জমায়েতের মতো এক হওয়ার কথা
পৃথিবীর তাবৎ বেইমান বিশ্বাসঘাতকের তালিকায়
তোমার নাম উঠে গেছে
তবে কেউ নিশ্চয় বলবে, আমরা মিছিলে গিয়েছিলাম
তবে কেউ নিশ্চয় বলবে, আমরা প্রতিবাদ করেছিলাম
আমরা হাতুরি দিয়ে ভেঙেছিলাম পরাধীনতার শৃঙ্খল
কেউ নিশ্চয় বলবে আমরা তোমার মতো বিকৃত হইনি, বিক্রীত হইনি।

আমরা ভুলিনি তাদের কথা
যারা সাইক্লোনের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলো
যারা মৃত্যুর পর মরে যায়নি
আমরা তাদের ভুলিনি।

চোখ তার পাতা ফেলতে ভুলে যেতে পারে
আগামীকাল পৃথিবী কোন দিকে ঘুরবে তা ভুলে যেতে পারে
কিন্তু আমরা ভুলছিনা
আমরা ভুলছিনা, যুদ্ধের কথা, বিপ্লবের কথা।



তুমি রাত লিখতে পারো, আমরা সেখানে চাঁদ এঁকে ফেলবো।
লাথি দিয়ে বন্দীশালার দেয়াল ভাঙবো এবং লিখবো।
তুমি আমাদের নামে মামলা করো,
আমরা সে এজাহারে লিখে দিবো বিচারহীনতার ইতিহাস।
তুমি আমাদের হত্যা করো, আমরা ভূত হয়ে ফিরবো তবু লিখবো।
কিভাবে কতভাবে আমাদের হত্যা করেছো তা লিখবো।
প্রতিটি দাঙার, প্রতিটি আঘাতের হিসেব শক্ত হাতে লেখা হবে।
মনে থাকবে, সব মনে থাকবে।

-----
মনে থাকবে, সব মনে থাকবে**
©ফয়সাল খলিলুর রহমান
২৮ ফেব্রুয়ারি, ২০২০
বালুচর, সিলেট

** দিল্লির তরুণ কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা জায়েগা’ অবলম্বনে লিখলাম।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব্ ইয়াদ রাহেগা !!!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৭

অনল চৌধুরী বলেছেন: তাতে ভারত ইসরাইল এ্যামেরিকা- রাশিয়া চীন বার্মা-কারোই কিছু হবে না
কারণ পৃথিবীতে সত্যই সত্য,বাকী সবকিছু সব ভুল।
আরবরাও এদনি দেশে দেশে এসব করেছিলো,যার ফলে আজ এই শাস্তি।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩২

নীল আকাশ বলেছেন: যত বড় জালিম আর নিষ্ঠুরতম শাষক হোক না কেন?
এই পৃথিবীতে একদিন তার দুঃশাষনের সময়ও শেষ হয়ে আসবে
পাপের দন্ডলিপি হাতে নিয়ে তাকে দাড়াতে হবে
শোধবোধ হবে সৃষ্টিকর্তার সামনে
সেইদিন, সেই শেষ বিচারের দিন সব আহাজারী
আর সব বোবাকান্নার নায্যবিচার করবেন তিনি।
কোনকিছু ভুলে যাবেন না তিনি
কোন কিছুই বাদ যাবেনা সেদিন
সেদিন শুধুই হাসবে সত্য আর সৃষ্টা।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজজাকুর বলেছেন: তুম জমিন পে জুলুম লিখদো
আসমান পে ইনকেলাব লিখখা যায়েগা।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: এত মশা কেন? কামড়ে ফুলিয়ে দিল। কোথাও একটু বসলেই মশার কামড়, দাঁড়ালেই কামড়। একি অবস্থা? সকালে মশা, দুপুরে মশা, রাতে মশা। কি করছেন আপনারা?

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

জাহিদ হাসান বলেছেন: যে নরপশুরা দিল্লিতে নীরীহ মুসলিমদের নির্বিচারে হত্যা ও জুুলুম করলো তাদের থুতু দেই । ওয়াক থু !

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন:

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: মুসলমানদের মার খাওয়া দরকার। মার না খেলে সোজা হবে না। ইহুদীরা প্রায় ২০০০ বৎসর ভবঘুরে থাকার পর বুঝতে পেরেছিলো যে একতাবদ্ধ না হলে ওরা টিকে থাকতে পারবে না, এখন দেখুন কত অল্প সংখ্যক ইহুদী একতাবদ্ধ থাকার দরুন বিশ্বে কত প্রভাবশালী।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৩

কালো যাদুকর বলেছেন: যারা এই হামলা গুলো সমর্থন করে, এবং ধর্মীয় দৃষ্টকোণ দিয়ে দেখে তারা অন্ধ, তাদের বিবেক নেই। এই ব্লগে অনেক মন্তব্য দেখে অবাক হতে হয়। এরা কি জানে না, এরাও যদি কখনো সংখ্যালঘু হয়, এদেরকেও (আল্লাহ না করুন) এককম পরিণতি ভোগ করতে হতে পরে। এদের ভুল ভাঙ্গা প্রয়োজন।

এরকম হামলাকে নিন্দা জানাই। যারা এরকম অন্যায় কে সাপোর্ট করে , সেটারও নিন্দা জানাই সমানভাবে।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২

পুকু বলেছেন: মৃতদের মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে।কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।মন্তব্যকারিদের মধ্যে বেশীর ভাগ কি কানা?

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৪

অনল চৌধুরী বলেছেন: তাতে ভারত ইসরাইল এ্যামেরিকা- রাশিয়া চীন বার্মা-কারোই কিছু হবে না
কারণ পৃথিবীতে শক্তিই সত্য,বাকী সবকিছু সব ভুল।
আরবরাও একদিন দেশে দেশে এসব করেছিলো,যার ফলে আজ এই শাস্তি।

মৃতদের মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে।কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।মন্তব্যকারিদের মধ্যে বেশীর ভাগ কি কানা? -চরম মিথ্যাচার।

যারা মরেছে ,তাদের সবাই মুসলমান।
ভারত পৃথিবীর সবচেয়ে জঙ্গী আর হিংস্র সাম্প্রদায়িক রাষ্ট্র।
পৃথিবীর অন্য কোনো দেশে ভারতের মতো সাম্প্রদায়িক সংঘর্ষ হয় না।
ইংল্যান্ড-ফ্রান্স-এ্যামেরিকার মতো বর্বর দেশগুলিতেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.