নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

পালাচ্ছে

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩



মানুষ পালাচ্ছে রুদ্ধশ্বাসে পালাচ্ছে
দোকানের শাটার বন্ধ করে পালাচ্ছে
রিকশায় জোড়ে প্যাডেল মেরে পালাচ্ছে

তিন বছরের শিশু মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে পালাচ্ছে
দাড়িওয়ালা চাচা মাথার টুপিকে মুখোশ বানিয়ে পালাচ্ছে

অই ধর ধর ধর
পুজিবাদী রাষ্টের বিবেকহীন ব্যবসায়ীর
স্টকের মাল লুট হচ্ছে
তিন দিনের অভুক্ত ভিখারী
এক পোটলা রেশন নিয়ে পালাচ্ছে
অই ধর ধর ধর

সিগারেট ফুকতে ফুকতে পালাচ্ছে কবি
উড়না রাস্তায় ফেলে পালাচ্ছে নায়িকা

তাবৎ শহর থেকে সভ্যতা পালাচ্ছে
কারণ খবর বেড়িয়েছে শহরে কোনায় লাশ পড়ে আছে
কেউ ধরছে না, কেউ ধরছে না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৬

ফয়সাল রকি বলেছেন: খুব মর্মান্তিক একটা সময় যাচ্ছে।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১

নজসু বলেছেন:


শেষ লাইনটা হতে পারে- পালাবি কোথায়?

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

পলাতক মুর্গ বলেছেন: মানুষের বাড় বাড়তে বাড়তে খুব বেশি বেড়ে গিয়েছিল, জুলুমবাজিকে প্রাতিস্ঠানিক লেভেলে নিয়ে যাওয়ার উৎসবে মত্ত ছিল সবাই। গল্পটা যেন সেই অবাধ্য জ্বীন জাতির মত। অবাধ্য জ্বীন জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতার বাহিনী এসেছিল আর অবাধ্য মানব জাতির জন্য পাঠানো হয়েছে করোনা ভাইরাস।

৫| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.