![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সন্মানিত, অভিভূত গর্বিত!আমার অনুমানটা প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে ভুল প্রমান করেছে গতকাল বিকালে।
শ্রমীকদের সমাবেশে বলেছে, এই সব গুম এবং হত্যাকাণ্ডের জন্য বি.এন.পি দায়ী! অর্থাৎ শামিম ওসমান আর বলীর পাঁঠা হোল না এই যাত্রা!
ওনার এই ম্যাসেজ টা যথা জায়গায় চলে গিয়েছে। স্বররাস্ট্র মন্ত্রণালয় যার হাতে এবং যে প্রধানমন্ত্রী, সে যখন বলেছে সবকিছুর জন্য বি.এন.পি দায়ী, তখন বুঝতে বাকী থাকে না, অপরাধীরা নিরাপদ!
এতো বড় নিরাপত্তার আশ্বাস পাবার পর কাপালিকরা ত্রিশুল না নিয়ে ফুল হাতে নিবে এটা কি করে হয়? হয় না বলেই ঘোঁটনার পুনারাবৃত্তি ঘটেছে এরই মধ্যে! জনগনের আশা, ভরসা, নিরাপত্তা নিয়ে যারা তামাশা করে, তাদের কে আর একটা নির্মম ও বীভৎস ৭৫ এর থাবা থেকে কে রক্ষা করবে!
বেশ্যারও লজ্জা থাকে, কিন্তু বালের লজ্জা একটা সুখী বিধবার ১২ হাত শাড়ীর প্যাচে হারিয়ে গেছে।
২| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
কানা দাজ্জাল বলেছেন: আপনার শেষ লাইনের জন্য মারহাবা মারহাবা
৩| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বররাস্ট্র মন্ত্রণালয় যার হাতে এবং যে প্রধানমন্ত্রী, সে যখন বলেছে সবকিছুর জন্য বি.এন.পি দায়ী, তখন বুঝতে বাকী থাকে না, অপরাধীরা নিরাপদ!
এতো বড় নিরাপত্তার আশ্বাস পাবার পর কাপালিকরা ত্রিশুল না নিয়ে ফুল হাতে নিবে এটা কি করে হয়? হয় না বলেই ঘোঁটনার পুনারাবৃত্তি ঘটেছে এরই মধ্যে! জনগনের আশা, ভরসা, নিরাপত্তা নিয়ে যারা তামাশা করে, তাদের কে আর একটা নির্মম ও বীভৎস ৭৫ এর থাবা থেকে কে রক্ষা করবে!
তাওতো ভাববার বিষয় বটে!!!!!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ রাত ৯:০৮
ডাবলার বলেছেন:
:-D 