![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প একটু আগে,স্বল্প পড়িসরে আপনাদের আগাম কুরবানুল করিম ঈদের শুভেচ্ছা।আপনারা মানে আপনারা,যারা এবার ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়ে গেলেন এবং আপনাদের সম্মানিত এবং আদর্শবান পিতা-মাতা বা শুভাকাঙ্ক্ষী বা আত্মীয়-পরিজনের সময়োপযোগী আদর্শ,অর্থ ও স্বপ্নের যোগানদাতারা।সবাইকে জাতীর কুরবানি নিজেদের হাতে তুলে নেওয়ার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারার জন্য আন্তরিক মুবারক-বাদ।
আশাকরি আজকে আপনাদের অফুরন্ত আনন্দ নিজ নিজ দাফন পর্যন্ত স্থায়ী হবে।একজন ডাক্তারি পড়ুয়া সন্তানের পিতা হিসাবে আমি এতোটুকু উপলব্ধি কোরতে পারছি,কি পরিমাণ আবেগ ও ধৈর্য নিয়ে আপনারা অপেক্ষা করে থাকবেন আগামী ছয় সাত বছর নিজ নিজ ডাক্তার সন্তানদের কাছে চিকিৎসা সেবার পুরস্কার পেতে।আপনাদের ত্যাগের,আদর্শের এবং ধৈর্যের জন্য ২০১৫ এর কুরবানির ঈদে প্রার্থনা করি যাতে আপনারা সবাই ২০২১-২০২২ এর আগে বা সন্তানদের ডাক্তারি সেবা পাবার আগেই কুরবানি না হয়ে যান!
আরও আশাকরি সেদিন আপনাদের স্বপ্নের ডাক্তার সন্তানেরা আপনার হৃদয়ের বদলে ফুসফুসে ছুরি চালিয়ে নিজেকে অপরাধী ভেবে অনুতপ্ত হবে না।
আপনাদের সবাইকে আবারও কুরবানুল করীমের কুরবানি শুভেচ্ছা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
নবীউল করিম বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
নবীউল করিম বলেছেন: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ... Click This Link
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
রাজাকার হিন্দুদের বিচার চাই বলেছেন: খুব ভালো লিখেছেন ।