![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোন অর্জন গর্জন কিছুই নেই,মানুষকে ভালোবাসতে পছন্দ করি।বেশ ভালোবাসিও বটে, এটাই অর্জন আপাতত।। মাঝে মাঝে অনুভূতিগুলো কবিতা হয়ে যায়।তাই কবিতা লেখার চেষ্টা করি ।কবিতা লেখার নিয়ম পড়েছি বেশ ।কিন্তু মনে থাকেনা,কারন আমি বেশ ভুলোমনা মানুষ।নিজের সম্পর্কে আর কি লেখা যায়??আর কিছুই তো আসে না মাথায়।হ,মনে পড়েছে দেশটাকে ভালোবাসি মায়ের মত।
**** তুমি এসেছিলে বলে ****
সমর
প্রিয় ভালোবাসা,
আজ শূন্যতায়ও তোমায় খুঁজে বেড়ায়।
স্বপ্নালোকের শতরাত্রি ভিজিয়ে তুমি এসেছিলে বলে,
স্বপ্নগুলো আজও আবার আমার চোখে খেলা করে।।
অসংখ্য বসন্তের রাগ-অনুরাগ নিয়ে তুমি এসেছিলে বলে,
রাতগুলো আজও নির্ঘুম কাটাতে হয় আমার।।
সেই রৌদ্রানলে ছাই হওয়ার আগে তুমি এসেছিলে বলে,
বর্ষাগুলোতে আজও বৃষ্টিতে ভিজতে হয় আমার।।
সেই খোলা আকাশের সাদা মেঘের ছায়ায় তুমি এসেছিলে বলে,
শারদীয়াতে আজও কাশফুলেরর স্নিগ্ধতায় হারিয়ে যায় আমি।।
আরেকবার তুমি ফিরে তাকাও,
দেখবে, আমি সেই আগের মতই শূন্যতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৫
সমর দাশ বলেছেন: ধন্যবাদ,
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কাব্য রচনা করেছেন । পড়ে ভালো লাগলো ।