![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জাতি কতটা মহৎ সেটি বোঝা যায় তারা কি নিয়ে প্রতিযোগিতা করছে তা দেখে...
USA/Russia/Japan/China/Germany/UK = এদের প্রতিযোগিতার বিষয় হল মৌলিক গবেষনা, বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মান, নোবেল, মহাকাশ গবেষনা, প্রযুক্তি এবং সামর বিদ্যা।
মুসলমানদের প্রতিযোগিতার বিষয় :
১. বড় বড় পতাকা =পাকিস্তান, বাংলাদেশ, কাতার।
২. বড় বড় বিল্ডিং (প্রযুক্তি আমেরিকার) = আরব আমিরাত, সৌদি আরব, মালেশিয়া।
৩. পাবলিক প্লেস এ হঠাৎ নাচা-নাচি (Flash Mob) = বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
শুনেছিলাম বুয়েট করে নাই।বুয়েটের প্রতি একটা শ্রদ্ধা এসেছিলো।
পরে জানতে পারলাম বুয়েটও করছে।কবে যে আমরা সাহিত্য, গবেষনা নিয়ে প্রতিযোগিতা করবো।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ ভাই আমি জানতাম না বুয়েটও করছে।আর আমি বু্য়েটে পড়ি না।ঢাবিতে পড়ি।
২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯
পদ্মা_েমঘনা বলেছেন: I agreed with you.
৩| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
স্বাধীন কিবোর্ড বলেছেন: হে হে হে, আপনে গরে ডা ভাল হয়নি, তাই মব ভাল নয়, তাইনা???
৪| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
স্বাধীন কিবোর্ড বলেছেন: আসলে আমি এক মত, ফান করলাম.
৫| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৫
তিক্তভাষী বলেছেন: ধরেছেন ঠিকই! অপোগন্ড জাতি। শিশুসুলভ আচরণে মাতোয়ারা হয়ে আছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩
নারিকেল-জিন্জিরা বলেছেন: From BUET: