![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব খেয়াল করে দেখলাম ফুটবল, ক্রিকেট, টেনিস এবং অলিম্পিক কোন খেলাতেই ইহুদি তথা ইসরাইল নাই !!!
বিজ্ঞান, অর্থনীতি, মিডিয়া সব জায়গায় ইহুদিদের জয়-জয়কার। নোবেল তো এখন ওদের সম্পওি। প্রতিবছর ৮-১০ জন ইহুদি নোবেল পায়। আরও একটা ব্যাপার দেখলাম এ সব আয়জনের মূল স্পন্সর থাকে ইহুদিদের বহুজাতিক কোম্পানি গুলো। (এ বিশ্বকাপে কোক, ম্যাক ডোনাল্ড, ভিসা etc)। এখানেই শেষ না, বিশ্বকাপ, অলিম্পিক তো বটেই সব দেশের লিগ গুলোর খেলা, বিভিন্ন ম্যাচ সহ সব খেলাই সম্প্রচার করে ইহুদিদের স্যাটালাইট চ্যানেল গুলো (ESPN, Star Sports)।
কিন্তু তারা খেলে না।
তারা ব্যাস্ত জ্ঞান-বিজ্ঞান গবেষণা নিয়ে। এর পরের ঘটনা সবার জানা। মাএ দেরকোটি ইহুদি সারে সাতশ কোটি মানুষের উপর ছড়ি ঘোরাচ্ছে । । ।
মন্তব্য সারা দুনিয়ার মানুষকে ওরা খেলা এবং খেলা দেখানোর ব্যবস্থা করে দেয়।
.।.।তারপর তারা সবাইকে নিয়ে খেলা শুরু করে।
১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০৪
যাযাবর চিল বলেছেন: ফুটবল দল আছে সেটা আমি জানি। কিন্তু তাদের কি অব্যস্থা ? ? ?সেটা সবাই জানে। ।
২| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:৫০
ঢাকাবাসী বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক নয়। ইসরায়েল ইওরোপিয়ান ক্রিকেট লিগের সদস্য, তারা ১৯৭০ এ ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। টেনিস তার কম খেলে।
১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০৬
যাযাবর চিল বলেছেন: তাদের ফুটবল দল আছে। । ক্রিকেট আছে কিনা জানি না। । কিন্তু ফুটবল দল নামে মাএ আছে । ।
১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০৬
যাযাবর চিল বলেছেন: তাদের ফুটবল দল আছে। । ক্রিকেট আছে কিনা জানি না। । কিন্তু ফুটবল দল নামে মাএ আছে । ।
৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫
রিফাত হোসেন বলেছেন: ভাই না জানেন বুঝলাম। নতুন করে জানলে সমস্যা কি? তারা থাকে আরবে। আর খেলে ইউরো জোনে!
মানেটা বুঝলেন ? আর ফুটবল নামে মাত্র আছে কই পাইলেন?
বল লে বুঝতাম বিডি ভারত পাকিদের নাম এ মাত্র আছে!
আপ্নার হন্ডুরাস থেকেও ভাল টিম।
১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৩৩
যাযাবর চিল বলেছেন: কোন সমস্যা নাই। বিশ্বজোরা পাঠশালা মোর। তবে ব্যাপার হল সব দেশর কিছু মানুষই খেলে কিন্তু সরকার খেলা নিয়ে কতটা সিরিয়াস। ওদের দেশে ফুটবল লিগ এর খবর জানেন ? ? ওদের স্পোর্টস বাজেট । । লেগলিজেবল/
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১২
রিফাত হোসেন বলেছেন: কে বলল নাই? আমি জানি আছে, তাদের মোটামোটি ধরনের ফুটবল দল আছে ক্রিকেট ও আছে।