![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামি বিপ্লবের এর পর আমেরিকা ইরানের উপর বুনো কুকুরের মত হামলা করে সাদ্দামকে দিয়ে। ইরান তখন ইরাক ও আমেরিকার দ্বিমুখী আক্রমনের হাত থেকে আত্নরক্ষায় ব্যস্ত। ১৯৮৮ সালের আজকের এইদিনে তেহরান থেকে ২৯০ জন যাএী নিয়ে দুবাই যাচ্ছিল ইরান এয়ার এর যাএীবাহি Airbus-A300 ফ্লাইট ৬৫৫। প্লেনটি গালফের উপর গেলে আমেরিকান নেভির রণতরী ইউএসএস কার্ল ভিনসেনস থেকে বিমান বিধংসী সার্ফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়। ৬৬ জন শিশুসহ ২৯০ জন যাএীর সবাই এতে নির্মম ভাবে নিহত হয়। পরে পৃথিবীর সবচেয়ে হাইটেক প্রযুক্তি ব্যবহারকারী আমেরিকা একে মিস ফায়ার বলে। একবারও এই জঘন্য ঘটনার জন্য ক্ষমা চায়নি উল্টো হামলাকারী অফিসারদের প্রমোশন দিয়ে পুরুস্কৃত করে।
আজও তেহরান-দুবাই রুটে ইরান এয়ারের বিমান এই একই ফ্লাইট কোডে চলাচল করে সেই ঘটনা স্মরণীয় করে রাখতে। ।
#if_i_sit_silently, #i_have_sinned
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৮
যাযাবর চিল বলেছেন: দিস ইজ আম্রিকা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৫
চড়ুই বলেছেন: