নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর সাথে বসবাস

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩



ওদের জন্ম হয়েছে মিসাইলের আঘাতে গুড়িয়ে যাওয়া বাড়িতে। মায়ের মধ্যে থাকা অব্যস্তায়ই ট্যাংকের শব্দ শুনতে শুনতে ওদের ভ্রুন বড় হয়েছে। পৃথিবীতে এসেই প্রথম যে গন্ধ পেয়েছে তা হল বারুদের গন্ধ। প্রথমেই যা চোখে অবলোকন করেছে তা হল মর্টার শেলের আঘাতে বিকৃত প্রিয়জনের লাশ। এই শিশুগুলো জানে না তাদের অপরাধ কি? কেন ঐ লোকগুলো মাঝে মাঝেই এসে ওদের বাবা, বড় ভাইদের এমন নির্মম ভাবে হত্যা। ধরে নিয়ে যায় আম্মা বা আপুদের। কেনই বা তাদের বাড়ি বা স্কুল এর উপর মিসাইল পরে।ওদের কিছু করার ক্ষমতা নেই। শুধু বুক ফাটা কান্না ছাড়া। তার পর একসময় মন হয়ত বিদ্রোহ করে। হাতের কাছে যে নুরি পাথর গুলো পায় সেগুলো নিয়েই দাড়িয়ে যায় এই সব অত্যাধুনিক মরণ অস্তের সামনে।



ফল যা হওয়ার তাই হয়। ছোট্ট কোমল শরীর আর পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় তাদের অব্যস্থা। । ।



এগুলো দেখেও দেখে না কেউ। তাদের ১৪০ কোটি ভাইবোনতো শান্তিকামী। তবে হ্যাঁ মাঝে মাঝে শুনে একটু শোক প্রকাশ কিন্তু করে। আর ঠিক তার পরই ইসরাইলি আর্মিকে নিজের পকেট থেকে টাকা তুলে দেয়। যাও আরও মারো। । । । ।

জাতীয় ভাই এর দাবি ছেরে দিলাম। ওরা মানুষ তো না??? অন্তত্য মানবতার খাতিরে ইসরাইলি আর্মিকে ডোনেট করা কোম্পানির পণ্য ব্যবহার কারা বাদ দেওয়া যায় কিনা একটু ভাববেন। । ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.