![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরঃ অ্যামেরিকা জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান এর ফাঁসি স্থগিত চেয়েছে। জামায়াত এর বিভিন্ন মিডিয়া, ব্লগ এবং পেজ গুলো এটা ফলাও করে প্রচার করছে।<ইতিপূর্বে জামায়াত এর অপর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি না দিতে পিএম কে অ্যামেরিকার দ্বিতীয় ক্ষমতাধর ব্যাক্তি জন কেরি ফোন করেছিল।>
মন্তব্যঃ খবরটা দেখে হাসবো নাকি কাঁদবো বুঝি না। ইসলাম শব্দটির প্রতি আমার একটি সফট কর্নার আছে। জামায়াত প্রচার করে তারা খাঁটি মুসলিম। তারা নাকি ইসলামি দল। অথচ মুসলিম তথা ইসলামের সবচেয়ে পরিক্ষিত এবং ভয়ংকর শত্রু। কোটি কোটি মুসলিমের রক্তে যাদের হাত রঞ্জিত। যাদের ব্যাপারে নবীজি সা অনেক বার সতর্ক করেছেন। এমনকি আল্লাহ তায়ালা পবিএ কুরআনে সতর্ক করে দিয়েছেন। সেই ইহুদিবাদি নিয়ন্ত্রিত হোয়াইট হাউজের সাথে জামায়াতের সবচেয়ে ভাল সম্পর্ক। জন কেরি এর মত মহাক্ষমতাবান বাক্তি বাংলাদেশর মত একটা পুঁচকে দেশের প্রধান মন্ত্রীর কাছে একবার অপমানিত হওয়ার পরও জামায়াতের জন্য আবার সুপারিশ করছে। এই হল ইসলামি দলের অবস্থা………
জামায়াত এর কথা এই বিচারের রাজনৈতিক ব্যাপার আছে তা নিয়ে কিছু বলছি না থাকতেই পারে। অবশ্য বাংলাদেশে এমন কিছু আদেও আছে কিনা আমি জানি না যার রাজনৈতিক দিক নেই।
©somewhere in net ltd.