নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সবচেয়ে সমস্যায় আছে যারা

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৪১

বাংলাদেশ সবচেয়ে সমস্যায় আছে ছাগলের তিন নম্বর বাচ্চা গুলো। আপনি নাস্তিক হন- মুক্তমনা, অস্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি পাবেন। এদের বিরধী হন- শহীদ, মুজাহিদ, ইত্যাদি উপাধি পাবেন। আপনার পক্ষেও প্রচুর মানুষ পাবেন। কিন্তু যখনই নিরপেক্ষ হবেন তখনই বিশাল বিপদ। দুইপক্ষ থেকেই আপনার কপালে ধোলাই ছাড়া আর কিছুই বরাদ্দ নাই।

আপনি নাস্তিকদের গিয়ে বলবেন, “ভাই আপনারা ধর্ম এবং নবীদের নিয়ে এত নোংরা ভাষায় কথা বলবেন না। তারা এসব ব্যাপারে খুবই আবেগি। এগুলো তারা নিতে পারবে না। এসব কথা শুনলে তারা উল্টা পাল্টা কিছু করতে পারে। নোংরা কথা না বলে যা করার করেন”। উওর পাবেন- আপনি আমাদের শেখাতে আসবেন না। আমারা জানি কিভাবে অন্ধকার দূর করতে হয়, কিভাবে নতুন দিন আনতে হবে লাব লাব লাব।

আপনি বিপরীত দলের কাছে গিয়ে বলবেন, “ভাই ওদের ছেড়ে দেন। ওদের কথায় গুরুত্ব দিয়েন। আল্লাহ এই বিশাল মহাজগত এর মালিক। পৃথিবীর মত একটা পুঁচকে গ্রহতে বসে কয়েকটা মানুষ আল্লাহ নামে কিছু বললে কিচ্ছু যাবে আসবে না। তাদেরকে তাদের মত ছেড়ে দেন”। উওর পাবেন- হুম এদের অসভ্যতা বরদাশত করবো না। আমাদের ধর্ম শেখাবেন না, আমারা জানি কি করতে হয়। আমারা এটা করবো ওটা করবো লাব লাব লাব...।।

মন্তব্যঃ কোথায় যাই কার কাছে যাই। আমাদের কথা বলার স্বাধীনতাটুকু নেই, মত প্রকাশ করতেও ভয় লাগে, কারন তদের দুই দলেরই সাহয্যকারী আছে, উপরে মানুষ আছে।আমাদের কেউ নাই। আমরা চুপ। যাক গিয়ে, যা ইচ্ছা কর ভাই। তোমরা যা ভাল বুঝ। খেলারাম খেলে যা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫০

কুষ্টিয়ারশুভ বলেছেন: আমিও ছাগলের ৩ নম্বর বাচ্চা। দেশ মাতা আমাকে দুধ দেয় না। সব দুধ ঐ ১, ২ নম্বরগুলা খায়া ফেলায়। তারপরেও বেঁচে আছি, মায়ের দুধ খেয়েই বেঁচে আছি। ১,২ নম্বরগুলা খেয়ে যা বাঁচে, তাই খেয়ে বেঁচে আছি... এই তো ঢের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.