![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ স্কয়ার যেটাকে তুলনা করা হচ্ছে সেই তাহরীর স্কয়ারের সঙ্গে। যেখানে একটি সফল আন্দোলন হয়েছিলো।
বর্তমান সেখানে যে অবস্থা, সেটাকে কেউ রাজনৈতিক দলের জনসভা বলতে পারবে না। যদিও আজকে একটু চিন্তায় ছিলাম যখন মঞ্চে দেথি ছাত্রলীগের সভাপতি, সা. সম্পাদককে। এখানে তাদের উপস্থিতি কম হলেই বরং ভালো।
যাইহোক, আজকে বিএনপির মওদুদ সাহেব বলেছেন সরকার ফাঁদে পড়েছে, আবার অন্যদিকে মির্জা ফখরুল সাহেব এটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন, ইঙ্গিত দিয়েছেন এটা সরকার পতনের আন্দোলন। তিনি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জনগণের আন্দোলন শুরু হয়ে গেছে। হত্যা-গুম-নির্যাতন-গ্রেফতার করে এ আন্দোলনকে দমানো যাবে না। আমরা মনে করি, এ আন্দোলনে জনগণের বিজয় অবশ্যম্ভাবী। এটা শুনে হাসি পাচ্ছে।
এবার বলি বিএনপি এখন যে অবস্থায় সেখান থেকে না পারছে কিছু বলতে না পারছে সইতে। তারা এখনও বুঝতে পারছে না জামাত-শিবিরের আন্দোলনের সঙ্গে থাকবে কি-না । এই ধিদ্বা-দ্বন্দের মধ্যে থাকায় এখনও বিচারের রায়ের সমর্থনে কিছু বলেনি। তাঁরা পড়েছে মাইনকা চিপায় ।
বর্তমান গনজাগরন/প্রজন্ম মঞ্চকে ঘিরে যে প্রতিবাদ হচ্ছে এটাতো বর্তমান সরকারেরও চাওয়া। আর তাই এটা যেন "মা এর কাছে মামার বাড়ীর গল্প বলা" , সরকার এতে আরও উতসাহ পাবে। বর্তমান সরকারের পজিশনটাও উপরের দিকে যাবে।
এখানে বর্তমান সরকারের একটি প্লাস পয়েন্ট হলো সারা বিশ্ব দেখছে এটা। আর তাদের জন্য এই বিচারটি আরও সহজ হয়ে যাচ্ছে। এখন সারা বিশ্ব থেকে আরও সমর্থন পাওয়া যাবে।
তাই এখন-ই সময় সকল দলকে এক হয়ে জামাত-শিবিরের ধংসাত্বক রাজনীতিকে নিষিদ্ধ করে সকল রাজাকারের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
সমীর কুমার ঘোষ বলেছেন: পড়লাম। ভালো লিখেছেন।
তবে মতামত ভিন্ন হতেই পারে।
ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: বড়জোড়..গাঞ্জুটি স্কয়ার বলা যাইতে পারে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
সমীর কুমার ঘোষ বলেছেন:
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
সিলেটি জামান বলেছেন: "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই" "জামাত শিবিরের ব্যান চাই"। এক দফা এক দাবী রাজাকারের ফাঁসি দিবি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
সমীর কুমার ঘোষ বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই...
আমার ব্লগ বাড়ীতে এসে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
নায়করাজ বলেছেন: তাই এখন-ই সময় সকল দলকে এক হয়ে জামাত-শিবির কে নিষিদ্ধ করে সকল রাজাকারের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার।
Click This Link
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
কলাবাগান১ বলেছেন: উনারা কেন আসেন না শাহবাগে (উনার মতে তো এটা উনাদের সমথর্নে হচ্ছে)। কাল বিনপির ইনাম আহমেদকেও দেখলাম খুব রাজাকারদের সাফাই গাচ্ছে
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
ফাহীম দেওয়ান বলেছেন: আন্দোলন চলবে, ঘরে বাইরে যে যেখানে আছে, সেখান থেকেই। অন্তরে শাহবাগ।
জয় বাংলা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ কমরেড।
জয় বাংলা।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
তাওহীদ বলেছেন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ....... গাঞ্জা কি তোদের জাত ব্যাবসা নাকি, ক্যামনে জানস ওইটা গাঞ্জুটি স্কয়ার।
ইসলাম আর জামাত এক চোখে দেখস তাই তুই একটা ছাগু
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট +++
ইলেকট্রিক ইনজিনছাড় @ তুই তুই তুই রাজাকার
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
সমীর কুমার ঘোষ বলেছেন: প্রথমে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
এরপর বলবো বেশ কয়েকজায়গায় দেখলাম ঐ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একই ধরনের কমেন্ট দিয়ে যাচ্ছে। আমাদেরকে যদি বলা হয় মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম , তাহলে ওরাও রাজাকারের বংশধর। আসুন ওদেরকে চিনে রাখি।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
ফাহীম দেওয়ান বলেছেন: তাওহীদ বলেছেন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ....... গাঞ্জা কি তোদের জাত ব্যাবসা নাকি, ক্যামনে জানস ওইটা গাঞ্জুটি স্কয়ার।
ইসলাম আর জামাত এক চোখে দেখস তাই তুই একটা ছাগু
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
সোজা চাদ বলেছেন: Agree with Taohid
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
আমি ব্লগার হইছি! বলেছেন: নায়করাজ বলেছেন: তাই এখন-ই সময় সকল দলকে এক হয়ে জামাত-শিবির কে নিষিদ্ধ করে সকল রাজাকারের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার।
@ইলেকট্রিক ইন্জিনিয়ার ছাগুর বাচ্চা দূরে গিয়ে মর।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগবান্ধবরা আসলে আরো ঝামেলা বাড়াবে। না আসাই ভালো।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
mrikadey বলেছেন: ভাই, সময় থাকতে থাকতে দুই পাটিরে একমন্চে এনে,
জামাত-শিবির কে নিষিদ্ধ করার শপথ করানো উচিত
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
mrikadey বলেছেন: ভাই, সময় থাকতে থাকতে দুই পাটিরে একমন্চে এনে,
জামাত-শিবির কে নিষিদ্ধ করার শপথ করানো উচিত
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
ডাস্টবিনের ময়লা বলেছেন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোরেও ফাসি দেয়া দরকার ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
সমীর কুমার ঘোষ বলেছেন: এদের চিনে রাখা দরকার।
অনেক ধন্যবাদ কমরেড।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০
খুব সাধারন একজন বলেছেন: প্রিয় কমরেড,
একটা তীব্র কষ্ট থেকে আপনার কাছে এলাম। জানি, বুঝতেই পারবেন কথাটা।
'আপনাদের' সব্বার 'রাজনীতি' এত নোংরা কেন?
ঘরের ভিতর মিটিঙ করে কে আন্দোলনের ডাক দিল কমরেড, আমি বলদ, জানি না।
কিন্তু আন্দোলনের স্বরূপ দেখছি অষ্টপ্রহর। বিএনপি মরা। কমুনিস্ট-লীগ-জামাতি কারো সাথেই নাইতো, কারো রঙিন চশমার চোখে দেখি নাই।
এত কী জরুরি ছিল? আমরা কি সচিবালয় পুড়ায়ে দিতাম? আমরা কী টা-ই বা করতাম? তবে কমরেড, দেখা হবে। ভোর হবে।
প্রাতিষ্ঠানিক শুদ্ধতা কোথাও পেলাম না। রাষ্ট্রটাকে রাজনীতিকের হাতে বন্ধক রেখে নিজের জীবন কাটালাম ২৯ বছর। কুত্তার বাচ্চা আমি, আর সেই কুত্তার বাচ্চার রাষ্ট্র হইল বাংলাদেশ। কোন দুখে যে বন্ধক ছুটাইতে গেলাম, হালার কুল কিনারা পাইলাম না।
আপনি নিজেই বুকে হাত দিয়ে অনুভব করেন তো, বলা লাগবে না, আপনার রাজনৈতিক বিশ্বাস কি আমাকে সুখ আর আশা দিতে পারবে? আপনি জানেন, পারবে না। আপনি ভাল করেই জানেন, পারবে না।
শালার রাজনীতি মানেই অবদমন।
শালার রাজনীতি মানেই পাকিস্তানি মিলিটারি, রাজাকারও না।
শালার কান্তাসি,
আমরাই শালা শুয়রের বাচ্চা।
প্রতারিত হওয়ার জন্য জন্মাইসি।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
সরলপাঠ বলেছেন: না আমি আপনার সাথে একমত না - পড়ুন আমার বিশ্লেষন: Click This Link