![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা যাত্রীবাহী প্লেন।
প্লেনটি ঢাকা থেকে লন্ডন
যাচ্ছিল। হঠাৎ
করে প্লেন ঝাঁকি খাওয়া শুরু করল।
কিছুক্ষন পর
লাউড স্পিকার থেকে পাইলট-এর
গলার
আওয়াজ শোনা গেল, "যাত্রীদের
অবগতির
জন্য জানানো যাচ্ছে, আমাদের এই
ফ্লাইটে স্বাস্থ্যবান যাত্রীদের
আধিক্য
হওয়ায় অতিরিক্ত ওজনের
কারনে বিমানে কিছু
ত্রুটি দেখা যাচ্ছে।
এই বিমানের পক্ষে অতিরিক্ত ওজন
পরিবহন
করা সম্ভব নয়। তাই কমপক্ষে ৩জন
ব্যাক্তিকে বিমান
থেকে নেমে যেতে হবে।
আগ্রহী ব্যাক্তিদের দ্রুত বিমান
থেকে ঝাঁপিয়ে পরার জন্য অনুরোধ
করা হল।"
এই ঘোষণার কিছুক্ষনের মধ্যেই একজন
আমেরিকান তার সিট
ছেড়ে উঠে দাঁড়ালো।
বিমানের দরজার
সামনে দাঁড়িয়ে সে বলল,
"Long Live America." বলেই বিমানের
দরজা খুলে ঝাপ দিল।
তার কিছুক্ষন পরই একজন
চাইনিজকে দেখা গেল বিমানের
দরজার
দিকে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে।
দরজার
কাছে দাঁড়িয়ে সেও বলল, "Long Live
China"
এবং বলে সেও বিমানের
দরজা খুলে ঝাপ
দিল।
কিছুক্ষন পরে দেখা গেল
বাঙালি একজনকে ধীর
পায়ে বিমানের
দরজার দিকে এগোচ্ছে।
তাকে দরজার
দিকে এগতে দেখে বিমানের
যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল
এবং নিরাপদ যাত্রার
কথা ভেবে খুশি হয়ে গেল।
বাঙালি লোকটা দরজার
কাছে এসে গলায়
সর্বশক্তি প্রয়োগ করে বিমানের
সবাইকে অবাক করে দিয়ে চিৎকার
করে বলল,
"জয় বাংলা" এবং শরীরের সর্ব
শক্তি প্রয়োগ
করে দ্বিতীয় বারের মত
সবাইকে অবাক
করে দিয়ে বিমানের দরজার পাশের
সিটে বসা এক
পাকিস্তানি ভদ্রলোককে লাথি মেরে বিমান
থেকে ফেলে দিল.......
[সংগৃহীত] এইমাত্র পড়লাম আর আপনাদেরও ভালো লাগবে ভেবে শেয়ার করলাম।
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:১১
সমীর কুমার ঘোষ বলেছেন: আপনার হাসিটা দারুন
২| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:১৬
চড়ুই বলেছেন: মনটা তবু ভালো হোলোনা।
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩
সমীর কুমার ঘোষ বলেছেন: জানতে পারলাম আপনার মনটা এখন খারাপ। আর সেটা ভালো করার দায়িত্বটা বেড়ে গেল আর তাই বিশ্বকাপ নিয়ে আপনার জন্য
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশী গোল খাবে কোন দেশ??
...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
- ব্রাজিল ! কারন গোলপোষ্ট সবগুলা ব্রাজিলেই
৩| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫৫
চড়ুই বলেছেন: ক্যাচালে গেলাম না।
১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০১
সমীর কুমার ঘোষ বলেছেন: সরি, হয়তো আপনার মনটা আরও খারাপ করে ফেললাম। বুঝতে পারলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার মত ব্রাজিলের সাপোর্টার! আর এইখানে আমি বিরোধী দলের সদস্য কারন আমি মনে-প্রানে আর্জেন্টিনা
৪| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৩
চড়ুই বলেছেন: তাহলে এবার আপনার জন্য,
খেলতে নেমেছে এবার ব্রাজিল,
বুঝবি তোরা একে একে সব ফাযিল।
যে দলে আছে নেইমার,
সে দলের নেই কোনও ভয় আর ;
করবে যখন একের পর এক গোল
বাজানো বন্ধ হবে তোদের যতসব ঢোল।
কিসের রোনালদো, কিসের মেসি
নেইমারের খেলা দেখো বেশী বেশী।..
৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:১০
সমীর কুমার ঘোষ বলেছেন:
এইবার আমি আর ক্যাচালে গেলাম না। আর তাই
৬| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:১১
সমীর কুমার ঘোষ বলেছেন: এইবার নিশ্চই মনটা ভালো করে দিলাম আপনার
৭| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৫
চড়ুই বলেছেন: আর্জেন্টিনার জন্য রইল শুভ কামনা। হ্যাপি ব্লগিং
১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । হ্যাপি ব্লগিং ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ম্যাংগো পিপল বলেছেন: