![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর মাত্র কিছু সময় পর শুরু হচ্ছে ৪ বছরের স্বপ্নের ফাইনাল। আর্জেন্টিনা বনাম জার্মানি।
যারা এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং জার্মানিকে সাপোর্ট করে আসছেন তারা অনেক লাকি। কারন এথন পর্যন্ত তারাই সেরা হিসেবে ফাইনালে।
কিন্তু যারা ব্রাজিল সমর্থক তাদের নিয়ে আমার ভাবনা। তারা আজকে কি খেলা দেখবে? আর যদি দেখে থাকে তাহলে কোন দলকে সাপোর্ট করবে?
আমরা জানি ফুটবল খেলার দিক দিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনা চরম প্রতিদ্বন্দী। সঙ্গে এর সাপোর্টাররাও তেমনি। এরা এক অন্যকে সহ্যই করতে পারে না ।
ব্রাজিলতো আউট কিন্তু তার কোটি কোটি সমর্থক আজকে কাকে সাপোর্ট করতে পারে? ইতিহাস পর্যালোচনা করলে অবশ্যই সেটা আর্জেন্টিনার বিরুদ্ধে! সে হিসেবে চলে আসে জার্মানি! যে জার্মানি ব্রাজিলকে ১০০ বছরের লজ্জা দিয়ে তাদের মাথা হেট করে দিয়েছে !
৫ বারের ব্শ্বি চ্যাম্পিয়ন দল হিসেবে জার্মানির কাছে এমন ভাবে হেরে যেন ব্রাজিলের সকল ফুটবলের ঐতিহ্য শেষ।
আজকে যদি আর্জেন্টিনা হেরেও বসে তাহলেও ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে যাবে না হয়তো কারন ব্রাজিল অনেক আগেই অত্যন্ত বাজে ভাবে হেরে বসে আছে। আর তাই আর্জেন্টিনা সমর্থকদের তেমন একটা চাপ নেই হয়তো।
জার্মানি যদি জিতে যায় তাহলে কি ব্রাজিল সমর্থকরা আনন্দ- উল্লাস করবে! আমার লেখাটি এই সিসুয়েশনকে কেন্দ্র করেই। হয়তো করবে। যে জার্মানি ৭ গোল খাইয়েছে তাদেরকে !
নেইমার সমর্থন করছে মেসির আর্জেন্টিনাকে। সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকরাও আর্জেন্টিনাকে সমর্থন করার কথা। কিন্তু কি হবে তা সবার জানা। সমর্থনের ক্ষেত্রে এত অন্ধ না হওয়াই হয়তো ভালো।
জয় হোক ফুটবলের । আর বাফুফেকে পরামর্শ আপনারা ব্রাজিলকে এ দেশে আমন্ত্রন জানাতে পারেন। কারন বর্তমানে ব্রাজিলের যে অবস্থা হয়তো সেক্ষেত্রে না করবে না
©somewhere in net ltd.