![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে এমন দৃশ্য দেখে কেই বা ঠিক থাকতে পারে। এরপর যখন দেখছি এখনও লঞ্চের সন্ধান পাওয়া যাচ্ছে না !!!! এর ভিতরে যারা ছিলো তারা নিশ্চই আর বেঁচে নেই ভয়াল স্রোত লঞ্চটিকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন।
হে মহান সৃষ্টিকর্তা ! তুমি সেই নিখোজ ব্যক্তি বর্গের পরিবারের সকল সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দাও প্রভু....
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মায় সোমবার পিনাক-৬ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
সমীর কুমার ঘোষ বলেছেন: আপনার সঙ্গে একমত।
এটা আমরা জানি যে, ঢাকাতে যদি একটা বড় মাপের ভুমিকম্প হয় তাহলে যে কি অবস্থা হবে ভেবেই অস্থির । এর আগে আমরা দেখলাম রাজউক দুর্বল ভবনগুলোর চিহ্নিত করলেও ঐ পর্যন্তই আছে।
ঐ লঞ্চটিকে ৮০/৮৫ জন যাত্রী উঠতে পারবে এমন অনুমদন দিলেও পরে দেখার কেউ নাই
ঢাকার অবস্থাও হবে তেমনি। আমরা জেনেও অপেক্ষায় থাকি মুত্যুর মিছিল দেখার জন্য। আইন যদি তার নিজস্বগতিতে চলত আর যেই হোক না কেন সেটা প্রয়োগ হত তাহলে আজকে সেই লঞ্চটি ডুবত না , খালি হত না কারও বুক
২| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩২
মামুন ইসলাম বলেছেন: সত্যি কথা বলেছেন আপনার কথা সাথে সহমত শুধু পিকনিক না সিনেমার শুতিং বলতে পারেন । সালার সরকার আর বিরধী দল এদের
কাজকর্ম দেখলে নিজের উপরে নিজের ঘৃর্না হয় কেমন দেশে জম্ম নিলাম ।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৯
সমীর কুমার ঘোষ বলেছেন: এই দেশে জন্ম এটা ঘৃনার কিছু নয় । আইনের শাষনটা সম্পূর্ন স্বাধীনভাবে এবং সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দূর্নীতিমুক্ত হয়ে দায়িত্বনিয়ে কাজ করলেই সব ঠিক হবে। যেমন ৮৫ জনের জায়গায় ৩০০ জন যাত্রী! নিশ্চই এর জন্য কোন না কোন ভাবে ঐখানের সংশ্লিষ্ট কর্মকর্তা সুযোগ নিয়েছেন সেটা আর্থিক ভাবে বা অন্য কোনভাবে ! অথবা তার দায়িত্বে চরম অবহেলা করেছেন। সেক্ষেত্রে প্রমান হলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। আর এই শাস্তি পেলেই হবে সঠিক আইনের শাষন । আর এমন না হলে চলবেই এমন ঘটনা, মরবে গরীব জনসাধারন...
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১০
ঢাকাবাসী বলেছেন: সরকারের ঘুষখোর অফিসারদের বদৌলতে ১৫০ মানুষের জায়গাতে ৩৫০ জন মানুষ উঠবে আর মরবে । সরকার এদের উদ্ধার করার জন্য পিকনিক করতে ঘাটে আসবে! আমরা মন্ত্রীদের ছবি দেখবো আর হাততালি দিব! কেন ঐ লন্চ চলবে? কেন আরো ফেরী চালু করেনা?