নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

মীরাক্কেল-৮ এ এগিয়ে বাংলাদেশের জিনিয়াসরা...

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

৯ বছরের বালক। ছবিটিতে ছোট্ট সেই বালক নাম যার অর্ঘ্য। বাড়ী খুলনায়। মীরাক্কেলের একটি পর্বের প্রথম পারফরমার। স্টেজে এসেই মাতিয়ে দিল সকল দর্শকদেরকে !

কি তার কন্ঠ ! কি তার বলার ভঙ্গি ! সত্যিই জিনিয়াস বালক।

এমন প্রতিভা আমাদের দেশেই আছে আর আমাদেরকে দেখতে হয় বিদেশী কোনো চ্যানেলের মাধ্যমে!

আমাদের দেশে প্রায় ৩২ টি চ্যানেল (সংখ্যা এক টক শো থেকে পাওয়া) আর এমন একটি অনুষ্ঠান করার কউ কি নেই !



এর আগে এনটিভিতে হয়েছে কিন্ত এত প্রচার ছিলো না, মাঝে মাঝে দেখতাম কিন্তু আর মনে থাকতো না কবে/কখন সেই অনুষ্ঠান। তাছাড়া বিজ্ঞাপন বিড়ম্বনাতো লেগেই থাকে।



আমাদের প্রান কোম্পানী এবারও মীরাক্কেল-৮ এর স্পন্সর। কাজেই অনুষ্ঠানটিতে বাংলাদেশের একটা প্রাধান্য থাকবেই এটা স্বাভাবিক। এইবার ৪ জন মেন্টর এর মধ্যে একজন বাংলাদেশীও সে ঢাকা-উত্তরার শাওন। এটাও অনেক ভালো লাগার।

তাছাড়া এবারের মীরাক্কেল-৮ এর প্রথম পর্ব, সেখানেও প্রথম পারফর্মার হিসেবে ছিলো বাংলাদেশের পরশ। আর হয়েছে সেরা পারফর্মারও।

সবদিকদিয়ে এবার মনে হচ্ছে মীরাক্কেল চ্যাম্পিয়ন হতে পারে আবারও বাংলাদেশ থেকেই। নাটোরের আবু হেনা রনি যেমন হয়েছিলো চ্যাম্পিয়ন। এছাড়া শাওন, জামিল আরও অনেকেই এখান থেকে খ্যাতি লাভ করেছে।

সর্বশেষ যেটি বলা, এই অনুষ্ঠানটি দেখলে অন্তত মন-প্রান খুলে হাসতে পারবেন যেটা সুস্থ থাকার জন্য অন্যতম একটি উপাদান।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

meghrat বলেছেন: ভালো পোস্ট ।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৮

সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

বাবলু বাবলু বলেছেন: এই অনুষ্ঠানটি দেখলে অন্তত মন-প্রান খুলে হাসতে পারবেন

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

বদিউজ্জামান মিলন বলেছেন: এই অনুষ্ঠানটি দেখলে অন্তত মন-প্রান খুলে হাসতে পারবে। আমাদের জীবন থেকে হাসি একেবারে নাই হয়ে গেছে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.