নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

পাখী ড্রেস এবার শাড়ী। করন সে এখন শাড়ী পড়ে।

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৬



এবারের পূজোয়/ঈদে আলোচিত হচ্ছে পাখী ড্রেস। কারন পাখী এখন শাড়ী পড়া শুরু করেছে। বিয়ে হয়ে গেছে তার। আমরা গত ঈদে দেখলাম এক পাখী ড্রেস নিয়ে কত্ত আলোচনা। কত্ত টকশো। অনেকেই না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। আর এটা গড়িয়েছে আদালত পর্যন্ত। বলা হলো এর জন্য স্টার জলসা দায়ী! সেটা বন্ধ করতে হবে। এই সময়ের মধ্যে অনেক টকশোতে অনেক উচ্চ পর্যায়ের ব্যাক্তিকেউ দেখা গেল এই সব চেনেল বন্ধ করার পক্ষে। এর সঙ্গে যোগ হলো জিবাংলা আর স্টার প্লাসও। আদালতে রীট পিটিশন হলো। আমরা এর ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর অনেক জায়গায়ও এটা নিয়ে সাধারন মানুষের মধ্যে চলতে থাকলো তর্ক-বিতর্ক যুদ্ধ।
তবে এটা নিয়ে অনেকেই রাজনৈতিক/অর্থনৈতিক যুক্তি তুলে ধরল। কারন এই তিনটি চেনেল এদেশের ৯০ ভাগ নারী দর্শক এর প্রিয় চেনেল। এই চেনেল গুলো বন্ধ করলে নির্বাচনে তাদের একটা সমর্থনের ব্যাপার আছে। অন্যদিকে এই তিনটি চেনেলেই বাংলাদেশের এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্য প্রাণ-আরএফএল বিজ্ঞাপন দেখানো হয় নিয়মিতই। অনেক দামী প্রোগ্রাম এরও স্পন্সর এই প্রাণ-আরএফএল ব্রান্ড। কা্জেই এখানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টি হচ্ছে। এটা হয়তো বন্ধ হবে না। এই ধারনাটা সত্য প্রমানিত হল । আদালত এই রীট খারিজ করে দিলেন।

আদালত যেহেতু এটার বিপক্ষে তাই আমাদেরও এর বিপক্ষে কিছু বলা ঠিক হবে না।
আমার ব্যক্তিগত কিছু যুক্তি আছে এই বিষয়ে। আর তা হল যেহেতু পাখী ড্রেস সবার পছন্দ তাই আমাদের দেশেই আছে হাজারো ডিজাইনার, তারা এই সব ডিজাইন করে বের করলেই আর ভারত থেকে ঐ সব পোষাক আমদানী করতে হবে না। আর কম দামেই সবাই পড়তে পারবে।
আর এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা দরকার যে আমাদের দেশের চেনেল গুলোকেও ভারতে দেখার সুযোগ করে দিতে হবে। আমরা এইটা নিয়ে মানব বন্ধন/লেখালেখি করতে পারি। তাহলে দুদেশের সঙ্গে সম্পর্কটাও ভালো থাকবে। আমার এই কথাগুলো সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে যারা টকশোগুলোতে এটা নিয়ে শুধু সমালোচনাই করলেন। দিতে পরেননি কোনো সমাধান।

সবাইকে ঈদ এর শুভেচ্ছ। অনেক ভালো কাটুক ঈদের দিনগুলি। ঈদ মোবারক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: দেখি এইবার কয়টা শাড়ি পড়ে ;)

ঈদ মুবারক ভ্রাতা :)

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

সমীর কুমার ঘোষ বলেছেন: ঈদ মোবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.