![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-রুবেলের হ্যাপীলেস হ্যাপীনেসের ভাগিদার আজ আমরা গোটা বাঙ্গালী জাতি।
-প্রথমে দলের বিপর্যয়ের পর সৌম্য সরকারের সঙ্গে 2 ভায়রা ভাই মাহমুদুল্লা রিয়াদ আর মুশফিক রহিমের অবদান থাকলেও শেষে রুবেলের বোলিং এ ইংল্যান্ডবধটাতেই বেশী হ্যাপী আমরা, কারন শেষের দিকে এসে চরম উত্তেজনা আর জেতা না জেতার মাঝখানের স্নায়ুচাপটা সহ্য করা কঠিন ছিল। আমরা সবাই তাকিয়ে ছিলাম রুবেলের দিকে তার শেষ ওভার আর দলের 49 তম অত্যন্ত গুরুত্বপূর্ন ওভার!
- আজকে সেই হ্যাপী কি হ্যাপী? যার কারনে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিলো! হয়তা না। যারা তাদের অত্যন্ত ব্যক্তিগত কথোপকথোন প্রচার করেছিলো তাদের টিআরপি বাড়ানোর জন্য তারাও হয়ত এটা মেনে নিচ্ছেন একপ্রকার বাধ্য হয়েই।
- এতকিছুরপরও রুবেলকে দলে স্থান দেয়া নিয়ে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে ক্রিকেটবোর্ডকে। রুবেল সেটা সবাইকে বুঝিয়ে দিলেন দলে তার প্রয়োজনীয়তার কথা।
- এমনিভাবে প্রতিটি খেলোয়ারই যদি এমন দায়িত্ব নিয়ে দেশের জন্য খেলে যান তবে এইবারের বিশ্বকাপ ফাইনাল খেলবে বাংলাদেশ যেকোন দেশের সঙ্গে।
-যেহেতু এটা মহান স্বাধীনতার মার্চ মাস, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ন আর আজকের বিজয়টাও উৎসর্গ সেই মহান বীর শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে তাই এ মাসেই 29 তারিখে মেলবোর্ন এ সকাল 9.30 সময়ে ফাইনালে খেলবে বাংলাদেশ সঙ্গে অন্য যেকোন দেশ এটা আশা করতেই পারি আমরা...........
তাই টার্গেট এখন একটাই 29 শে মার্চ মেলবোর্ন 2015 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ !!!!! গুড লাক বাংলদেশ ক্রিকেট টিম (দি রয়েল বেঙ্গল টাইগারস্)
©somewhere in net ltd.