![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এমন একটি খবর এখন চলছে মিডিয়ার ব্যাপক কাটতি । টেলিভিশন চ্যানেলগুলো দেখছি এই সুপারষ্টার এর সুপার কাহিনী নিয়েই বেশি মাতা মাতি করছে।
সাধারনত টকশোতে দেখা যায় কিছু ব্যক্তি কমন, তারা এত্ত কিছু জানে যেন সব বিষয়ে পরদর্শী। গতকাল দেখেলাম এক টিভিতে লাইভ টকশো , সেখানে যারা রয়েছেন তারা দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে ভালো বলে থাকেন, কালকে দেখলাম তাদেরকে সেই স্ব-ঘোষিত সুপারষ্টার এর সঙ্গে লাইভে কথা বলেতে এবং এটা নিয়ে আলোচনা করছিলেন. দেখে মনে হলো এরা এমন মহা মানব যে সব বিষয়ে তাদের সমান পারদর্শী
আর একটি বিষয় নিয়ে খুউব মজা পাচ্ছি, একজন হিরো নিজেকে সব সময় দেখছি সুপারষ্টার বলেই যাচ্ছেন.।
সব সময় নিজেকে শাহরুখ খান, টম ক্রুজ এইসব ব্যক্তিদের দিয়ে নিজেকে তুলনা করতে দেখেও হাসি পাচ্ছে.
সেই স্ব-ঘোষিত সু-ষ্টার যখন দেশের চলচ্চিত্র নিয়ে এতই বিজি , দায়িত্ব সচেতন এরপরেও একটা লজিক কৃষিজমির কমে যাওয়ার সঙ্গে প্রতিটি জেলায় হলের সংখ্যাও ব্যাপক কমে যাচ্ছে দেখছি, যা আছে তাও বন্ধ।
হায়রে চলচ্চিত্র , হায়রে স্ব-ঘোষিত সুপারষ্টার ! দেখে বড়ই কষ্ট
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২০
সমীর কুমার ঘোষ বলেছেন: সুন্দর যুক্তি আপনার । অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য। ভালো থাকবেন।
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
অতঃপর হৃদয় বলেছেন: আবার.................................।
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২
সমীর কুমার ঘোষ বলেছেন: কারো যদি নিজেকে নিজে নিজে বড় বলায় আনন্দ পায় গর্ব করে তবে আমাদের কেমন লাগবে সেটাতো জানাতেই হয়। আমাদের অনেক হাসি পায় তখন. !
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যটির জন্য। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খালি কলসি বাজে বেশি।