![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।(ডেল কার্ণেগী)
একা পথ
ক্লান্ত দুটি পা,
স্থীর চোখ,
মাথা কাজ করছে না।
কর্মঠ হাত, তবে-
আলসে পেয়েছে তায়,
স্মৃতিগুলোর ও যেন
মরচে ধরেছে গায়।
ভাবনা গুলো আজ
হয়েছে মৃত প্রায়,
স্বার্থের পৃথিবীতে
আমি পরিণত আগাছায়।
আমারই গড়া সবে
আমার মূল্য ক্ষীণ,
সব ফেলে তাই হাটছি
যদিও গন্তব্যহীন।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩
সামিয়া শিরুমনি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০
সনেট কবি বলেছেন: ভাললাগল।