নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
উড়ে যাচ্ছি- নৈশব্দকে জানিয়ে যাচ্ছি - আমি আর ফিরবো না। নগ্ন জোছনায় একলাই তুই থাকবি খোলা ছাদে। নিরাপদ সমুদ্রে রূপালী মাছদের সাথে গতো জীবনে ছিল তুমুল আত্মীয়তা। আর অতি সাবধানে বেড়ে ওঠা লাউয়ের ডগা তার সাথেও ছিল মিতালী। বরষার জলে ক্ষেপে যাওয়া বাঁকা পথের কাঁদাকেও বলে গেলাম কিছু।
উৎসুক চোখজুড়ে শুন্যতা লেপটে যাবে- আরেক শূন্যতায়। ঘোরলাগা হাওয়ার বুকপকেটে রেখে গেলাম কিছু মন্তর। চলে যাচ্ছিÑ আর ফিরবো না- তুই উড়েই বাঁচিস!
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ/ রেজওয়ান মাহবুব তানিম
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:০৬
আরজু পনি বলেছেন:
প্রকাশটা বেশ সুন্দর।
ভালো লাগা বাটনটা চেপে ভাল লাগাটা নিশ্চিত করলাম।।
৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে কিভাবে লিখেন কবি !! আমার কাছে ভীষণ ভাল লেগেছে ---লিখুন --- আরো লিখুন
৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ # লাইলী আরজুমান খানম লায়লা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৫
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল ভাই