নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

গ ইউনিটে ফেল, রেকর্ড নম্বর পেয়ে ঘ ইউনিটে প্রথম হওয়া প্রসংগে...

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

একটা ছেলে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি কিন্তু তাই বলে কি ঘ ইউনিটে প্রথম হতে পারবে না? যে ফেল করবে তাকে কি সারাজীবন ফেলই করতে হবে? যে ছেলেটা প্রথম হয়েছে তাকে ‘ বিদ্যাসাগর’ বলে ইনসাল্ট না করে যদি আপনার মনে হয়ে থাকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে জন্য কতৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলুন। কিন্তু সেটা না করে সদ্য কৈশোর পাড় হওয়া একটা ছেলেকে জাতীর সামনে ভিলেন হিসেবে কেনো দাঁড় করাচ্ছেন !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

চোরাবালি- বলেছেন: সামান্য কদিনের ব্যাবধানে ফেল করে প্রথম হওয়াটা ৮ম আশ্চর্য্যই বটে।
যদি সেটি কয়েক মাস পর হত তা হলে কোন কথা হত না।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

খাঁজা বাবা বলেছেন: সোজা ব্যাপার সোজা ভাবে বুঝলেন না
১ জন দুই জন বিশেষ কারনে ফেল করতে পারে, হয়ত অসুস্থতা, ঠিক সময়ে হলে উপস্থিত না হওয়া বা অন্যান্য কারন। কিন্তু সেটা যখন প্রথম ১০০ জনের মধ্যে ৮০ জনের বেলায় হয় তখন ব্যাপারটা স্বাভাবিক থাকে না।
যে ছেলে বা মেয়ে প্রথম ১০০ জনের মধ্যে থাকবে তারা অবশ্যই মেধাবী। গ ইউনিটে তাদের ফেল করার কারন নাই।
কিছু খারাপ ছাত্র ছাত্রী যে চান্স পায় না তা নয়। কিন্তু যারা ঝড়ে বক মারে তারা নিশ্চই প্রথম ৪০০/৫০০ এর মধ্যে থাকে না।

আর প্রশ্ন যে ফাস হয়েছে সেটা কোন গুজব নয়। বাস্তব সত্য।
মনে হয় আপনার কাছে ঘটনা পরিষ্কার হয়েছে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

একে৪৭ বলেছেন: জীবনটা বাংলা সিনেমার ৫মিনিট না, যেখানে সাবানা সেলাই মেশিন চালাতে চালাতে গার্মেন্টসের মালিক হয়ে যান।
.
কেউ ফেইল করতেই পারে, তবে ফার্ট হবার যোগ্যতাসম্পন্ন একটা ছেলে ফেইল করলেও তার একটা জাত রেখে ফেইল করবে। এমন আকাশ-পাতাল ঘটবে না।

(যদি সাবানার মতো কদিনেই জিরো থেকে হিরো হওয়া সম্ভব হয়ে যায়, তাহল সে এভাবে ২বছর পার করলে আইনস্টাইনও পরকাল থেকে ফিরে এসে ওর ছাত্র হবে। ;)

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

মেমননীয় বলেছেন: চরম সত্য কথা বলেছেন!

রেকর্ড নাম্বার পাওয়ায় ওকে মাস্টার্স পাশের সার্টিফিকেট দিয়ে দেয়া হোক!

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

আবু তালেব শেখ বলেছেন: এযাবত কালের রেকর্ড সে অর্জন করেছে যেটা নাকি? অন্য কেউ করতে পারেনি। সাবাস প্রশ্ন ফাসের কারিগর

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: Love is the best Doctor .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.