নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

সানজানা পায়েল

সানজানা পায়েল › বিস্তারিত পোস্টঃ

এবং বিয়ে।।

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫২

এখন আমার জন্য সময়টা খুব একটা সুখের না। ওর রোজ রোজ ৯টা-৫টা অফিসও ৭টা-৮টা হয়ে দাঁড়িয়েছে। আমার জন্য ম্যানেজ করা এই ১৩ ঘণ্টাই অনেক বেশি কষ্টকর। ভাবা যায়? যার মেসেজের সংস্পর্শ থেকে আমি এক মিনিটও আলাদা থাকি না সেখানে ১৩ ঘণ্টা!!!!!!!! তাও বিয়ের এক সপ্তাহ পরেই?? তারপরো সহ্য করতে হচ্ছে। পরিস্থিতিতে পড়লে মানুষ এমন অনেক কাজই করে। আমিও করে চলেছি।

বিয়েটা হুট করেই করে ফেলেছি দুজন। ওর হয়ত অনেক কিছু ভাবার সময় ছিলো কিন্তু আমার ছিলোনা। আমি অপেক্ষা করতে নারাজ ছিলাম। ছিলাম বাধ্যও। তাই অবশেষে ঘর বাধতে দুজন পারি জমাই অজানায়। এখানে আমাদের আগে পিছে কেউ নেই। আমরাই একজন আরেকজনের জন্য সব।
আমরা কোর্টে গিয়ে বিয়ে করি। আইনতভাবে আমরা স্বামী-স্ত্রী। এই ভাবনাটা নিয়ে খুব যে সুখে আছি ব্যাপারটা তা নয়। চাইছি ধর্মীয় স্বীকৃতি পেতে। অনেক দূর যেতে হবে তার জন্য। প্রায় দু’মাস। কারোরই আর সইলনা। এতদিন পর দেখা করে, এফিডেভিটের পরো এক রাত আলাদা থাকাকে আমি ইতোমধ্যে যুদ্ধ সমতুল্য মনে করেছিলাম। অতঃপর সব বাধা পেরিয়ে, ছোটখাটো এক রুম নিয়ে সংসার শুরু করি ঐদিন রাত থেকেই।
কোন এক আজব কারণে হঠাৎ ঝগড়া লেগে যায় পরদিনই। পরের রাতেও ব্যাতিক্রম হয়না। মনের মধ্যে একরকম অদ্ভুত অনূভুতি দানা বাধতে থাকে। মনে হয়, “এই ছেলেকে আমি চিনিনা”। তবুও মিটমাট হয়। কাছাকাছি থাকলে ঝগড়া করাটা খুব কঠিন একটা কাজ। একটা প্রিয় মুখের দিকে তাকিয়ে কঠিন হওয়া অতো সহজ না। আমার মত ঝগড়াটে মেয়ে এই কথা বলছে। ক’জন বিশ্বাস করবে সন্দেহ আছে। এটাই বাস্তবতা। আমাকে এটাই মেনে নিতে হবে। আমার মত পাগল, যে কিনা এক সেকেন্ড থাকতে পারেনা তাকে ছাড়া সেই আমাকে এখন মেনে নিতে হবে ওর ২ ঘণ্টা দুরের অফিস। মানতে হবে ফিরেই ওর প্রোজেক্টের কাজ অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া। কারণ ওরই বা এখানে কি করার আছে? ও আমার জন্য অনেক করেছে। অনেক অঅঅনেক করেছে।
মানতেই হবে যে ও অনেক বড় ত্যাগ করেছে। ওর মায়ের কাছে মিথ্যা বলা কতটা কঠিন আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এর থেকে বেশি কিছু আমার আশা করাই অন্যায়। আমি এখন আর ওর প্রেমিকা নই। আমি ওর স্ত্রী। আমারও ওর উপর দায়িত্ব রয়েছে। আমি এখন ওর সাথে যাচ্ছেতাই ব্যবহার করতে পারিনা। আমার এখন ওকে দেখে শুনে রাখতে হবে। ওর খেয়াল রাখা আমার একান্ত কর্তব্য।
অবিশ্বাস্য মনে হতে পারে যে ওর প্রতি আমি এত আহ্লাদী আর আজ আমি এসব বলছি, এত বিজ্ঞ মানুষের মত কখা বলছি কিভাবে??? আসলে ‘স্বামী’ শব্দটার মারাত্মক শক্তি। একে পার করা চাট্টিখানি কথা নয়…….

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.