নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

সানজানা পায়েল

সানজানা পায়েল › বিস্তারিত পোস্টঃ

সুন্দর কষ্ট।।

১৩ ই জুন, ২০১৫ ভোর ৪:৪২

আজ ২১শে এপ্রিল। আমাদের সম্পর্কের ১ বছর ১ মাস পূর্ণ হলো। গত রাতে ও বেশ আগে আগে ঘুমিয়ে পড়ায় ওকে আর উইশ করা হয়নি। আমি জানতাম ও জাগতে পারবে না। স্বাভাবিক ব্যাপার। এতটা পথ জার্নি করে সারাদিন অফিস করলে রাতে সাড়ে ১১টায় ঘুমিয়ে পড়াটা খুব একটা অভাবনীয় বিষয় না।

তো, যা বলছিলাম, আমি এখন রোজ সকাল সাড়ে ৬টা অথবা ৭টায় উঠি। ও অফিসে গেলে আবার ঘুমাই। ঘুম থেকে উঠে নাস্তা করি আর কিছুক্ষণ পরে লাঞ্চ। তারপর মুভি বা এটা সেটা করে সময় কাটাই। অপেক্ষা রাত ৮টার।
একা থাকা কতটা কষ্টকর সেটা যে জীবনে একবারও থাকেনি সে বুঝবেনা। প্রাচীন যুগে যাবার প্রয়োজন নেই। জলজ্যান্ত ‘আমি’ই তো সামনে আছি। হল লাইফে একা থাকা কিংবা নিজ বাড়িতে একা থাকা আর বিয়ের পর একা থাকার মধ্যে বহু তফাত। সত্যিই তাই। আমি তো একা থাকায় অনেক রেকর্ড গড়েছি। হলের সব বান্ধবীরা হা হয়ে যেতো আমার সাহস বা একা থাকার ক্ষমতা দেখে। পুরো হলে আমিই একমাত্র মেয়ে ছিলাম যার রুমমেটরা আগে আগে বাড়ী চলে গেলে দুঃখ পেত না। আর এখন??


ব্যাপারটা সাহসের না। আমি এই ভয় কখনই পাইনা যে কেউ আমার রুমে এসে আমাকে রেপ করে রেখে যাবে। আসলে ব্যাপারটা ভিন্ন। কাউকে পাশে পেতে চাওয়ার এক অসংজ্ঞায়িত আকাঙ্ক্ষা।

এই তো এখন নিয়মিত জীবন। খারাপ আছি বলবনা। যথেষ্ট ভালো আছি। তারপরও বুকের মধ্যে মাঝে মাঝে হু হু করে ওঠে। কোথায় যেন কিছু একটা না পাওয়ার কষ্ট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.