নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যভুবন

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়

সাপিয়েন্স

আমি পথভোলা এক পথিক এসেছি ... ফাগুন প্রাতের উতলা গো চৈত্র রাতের উদাসী

সাপিয়েন্স › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা-কাব্য

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

ঘেন্না নেবে ঘেন্না?



হরেক রকম ঘেন্না আছে,

ঘেন্না বেচার আদমী আছে,

ঘেন্না দিয়ে মানুষ কিনে

নেতৃত্বের রাস্তা আছে।

নেতৃত্ব বিক্রি করে

অঢেল টাকার মওকা আছে।

মাপমত আর সুযোগ মতো

ঘেন্না ছোঁড়ার যন্ত্র আছে।



ঘেন্না তোমার চাইতে হবে,

ঘেন্না তোমার রক্তে আছে,

মদের মতো ঘেন্না তোমায়

হাত পাততে বাধ্য করে;

ঘেন্না মদির দৃষ্টি ছড়াও,

কি আনন্দ, হাত তালি দাও!

সব কাজকাম চুলোয় দিয়ে

মগজ ধোলাই আসরে যাও;

এই শীৎকারে তুমিও যে আছ

হাত তুলে তাই জানো, জানাও।

ঘেন্না তোমার রক্ত ফোটায়,

ইতিহর্ষের রোমাঞ্চ পাও!



বিশ্বজয়ী রাজ-রাজড়ারা

ঘেন্না ঢেলেই রাজ্য বাড়ায়,

ফ্যাসীবাদী আর হিটলারেরা

জানত এটাই রাষ্ট্র চালায়।



সাপের বিষের একটু জ্বালায়

জ্বর আসে আর যন্ত্রনা যায়,

বিবেককে আজ দাও বিদায় -

ঘেন্না মোহন বংশী বাজায়।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: হেলাল হাফিজের "কষ্ট নেবে কষ্ট" থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন নাকি? ভালো হয়েছে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে শুবনববর্ষ। কবিতা সুন্দর হয়েছে। বছরের প্রথমদিন ঘৃণা!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

ইখতামিন বলেছেন:
ঘেন্না তোমার চাইতে হবে,
ঘেন্না তোমার রক্তে আছে,
মদের মতো ঘেন্না তোমায়
হাত পাততে বাধ্য করে;

দারুণ হয়েছে

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: পড়তে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.