নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
একটি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমিতি পরিচালনার জন্য সফট্ওয়্যার চাই ! বাজারে এ ধরণের কোন সফট্ওয়্যার কিনতে পাওয়া যায় কি না ? এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ চাই।
*** মুলতঃসদস্যদের নামে টাকা জমার হিসাব,(মাসিক ভিত্তিতে) ব্যাংকে জমাকৃত টাকার হিসাব, বিনিয়োগকৃত টাকার হিসাব, বিনিয়োগ থেকে লভ্যাংশ হলে তার হিসাব, সমিতির যাবতীয় ব্যায় হিসাব, কোন সদস্যকে ঋণ প্রদান করা হলে তার সুদসহ হিসাব(অপশনাল) এবং বৎসরান্তে একটি সুস্পষ্ট ব্যালান্স শীট তৈরীকরণে সহায়তা প্রদান করবে এমন তথ্য সমৃদ্ধ একটি সফটওয়্যার চাই।
ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: *** মুলতঃসদস্যদের নামে টাকা জমার হিসাব,(মাসিক ভিত্তিতে) ব্যাংকে জমাকৃত টাকার হিসাব, বিনিয়োগকৃত টাকার হিসাব, বিনিয়োগ থেকে লভ্যাংশ হলে তার হিসাব, সমিতির যাবতীয় ব্যায় হিসাব, কোন সদস্যকে ঋণ প্রদান করা হলে তার সুদসহ হিসাব(অপশনাল) এবং বৎসরান্তে একটি সুস্পষ্ট ব্যালান্স শীট তৈরীকরণে সহায়তা প্রদান করবে এমন তথ্য সমৃদ্ধ একটি সফটওয়্যার চাই।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
সজীব৬১৪ বলেছেন: একটু বর্ণনা দিবেন কি ?
আমাকে মেইল করতে পারেন বর্ণনা দিয়ে।
[email protected]
অথবা Skype তে এ্যাড করতে পারেন sajib6148
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: *** মুলতঃসদস্যদের নামে টাকা জমার হিসাব,(মাসিক ভিত্তিতে) ব্যাংকে জমাকৃত টাকার হিসাব, বিনিয়োগকৃত টাকার হিসাব, বিনিয়োগ থেকে লভ্যাংশ হলে তার হিসাব, সমিতির যাবতীয় ব্যায় হিসাব, কোন সদস্যকে ঋণ প্রদান করা হলে তার সুদসহ হিসাব(অপশনাল) এবং বৎসরান্তে একটি সুস্পষ্ট ব্যালান্স শীট তৈরীকরণে সহায়তা প্রদান করবে এমন তথ্য সমৃদ্ধ একটি সফটওয়্যার চাই।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
নিরব বাংলাদেশী বলেছেন: যাই করেন ইন্ডিয়ান বা বিদেশী সফ্টওয়ার না কিনে দেশি সফ্টওয়ার কেনাই ভাল, এতে বিক্রয়োত্তর সেবার অনেকটা নিশ্চিত করা যায়। আপনি রেডি সফ্টওয়ার কিনতে পারেন অথবা প্রয়োজন অনুযায়ি বানিয়ে ও নিতে পারেন অনেকটা ফরমায়েশ দিয়ে যেমন চাই ফার্নিচার বানানোর মত, এক্ষেত্র খরচ ও কিছুটা কম পরতে পারে।
[email protected]
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
মাঈনুদ্দীন বলেছেন: ০১৯৩৭৬৬৪৪৭৪-জাহিদ
খুব অল্প খরচে অনেক ভাল কাজ করে দিতে পারবে আর অনেক সমিতি তাদের সফটওয়্যার ব্যবহার করে।
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার সফট্ওয়্যার ব্যবহার করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুন।কোটেশনসহ আমাকে মেইল করতে পারেন [email protected]
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১
ফয়সাল আহমেদ সোহেল বলেছেন: অনেক ধরনের সফটওয়্যার আছে বাজারে। আপনি আরও ডিটেইলস বললে হয়তো একটা আইডিয়া দিতে পারি।আমায় মেইল করতে পারেন, faysal[dot]ahmed833[at]gmail[dot]com এ