নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত)

আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত) › বিস্তারিত পোস্টঃ

করোনা-য় ই-কমার্স সাইট চালডাল.কম -এর স্বাস্থ্য সচেতনা এবং দায়িত্বজ্ঞানহীনতা!

২০ শে মে, ২০২০ বিকাল ৪:০৭



করোনার এই চরম পরিস্থিতিতে ই-কর্মাস সাইট -চালডাল আপনার বাসায় পন্য প্যাকেট বিহীন/মোড়ক বিহীন এবং ডেলিভারি ম্যানরা গ্লাভস্ ও মাস্ক বিহীন পন্য ডেলিভারি করছে - এরা সারা শহরময় ঘুরে বেড়ায়; এতে সংক্রামিত /সংক্রমনের হার কোন অংশেই কম নয়। আমি ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করি যে, আপনারা পন্য ব্যাগ/প্যাকেট ব্যাতিরেকে খোলা হাতে দিচ্ছেন কেন? ওনারা বলল আমাদের কর্তৃপক্ষ ব্যাগ সরবরাহ করে না; আর ব্যাগ দিলে ডেলিভারি চার্জ ছাড়াও আরো অতিরিক্ত ৫০/- দিতে হবে! এমন অবস্থায় আপনি কি করোনা ঝুুঁকি-তে তাদের নিকট থেকে খোলা পন্য গ্রহণ করবেন না বর্জন করবেন - সিদ্ধান্ত আপনার??? িএমনিতেই বাজার চেয়ে এদের প্রোডাক্টের মূল্য একটু বেশি তারপরও ওদের এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নিয়ে ব্যবসা করে যাচ্ছে। সুপার-শপসহ অন্যান্য অনলাইন ডেলিভারি ম্যানরাও নিয়মিত আক্রান্ত হচ্ছে করোনায়।
বাজারে ১ ডজন লেবু যেই দামে কেনা যায় - সেই দামে চালডাল-এ ১ হালি কিনতে লাগে!!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: This is where you are wrong, kiddo!

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: Yes sir, now a days I think I'm really kiddo and autistic.

২| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩

করুণাধারা বলেছেন: সুপার মার্কেটে শুধু পাঁচ কেজি আলু কিনলেই একটা ব্যাগে ভরে দেয়, এমনকি মুদী দোকানেও পলিথিন ব্যাগ দেয়। চালডাল ডট কম ডেলিভারি ম্যান সবগুলো জিনিস বিল্ডিঙের সামনে মাটিতে নামিয়ে রাখল, আমি আমার ব্যাগে ভরলাম। লেবুর হালি ৬৬ টাকা দেখে বাজার থেকে আনালাম ১৫ টাকা করে। সাগর কলা ডজন ১২৬ টাকা, বাজারে ৮০ টাকা। প্রিমিয়াম চাল বলে উচ্চ মূল্যের যে চাল দিয়েছে এত মোটা চাল কখনো খাইনি।

এদের কাছে অভিযোগ জানানোর কোন উপায় আছে? খুবই বিরক্ত হয়ে আছি।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু, আমি প্রথমেই ক্ষমা চাইছি- বিশ্বাস আপনি নিজ গুণে ক্ষমা করবেন। আমি আপনাকে প্রতিউত্তর দেইনি মানে এই নয় যে, আপনাকে ইগনোর করা। আমি খুবই কম লিখি সে জন্য নিজেকে কোথাও ব্লগার হিসেবে দাবি করি না। আপনার আমার পোস্টে মন্তব্য ছিল অত্যন্ত প্রাসঙ্গিক- যার প্রতি উত্তর দেয়া অবশ্যই একটা ভদ্রতা (যেটা আমি অনিচ্ছাকৃতভাবে মিস করেছি)।

৩| ২০ শে মে, ২০২০ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: সুপার শপ গুলো দাম বেশী রাখে।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হয়তো বা।

৪| ২০ শে মে, ২০২০ রাত ৮:২২

নেওয়াজ আলি বলেছেন: দেশে কেন এমন সব

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: দেশে আমরা যেমন !

৫| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৬

শায়মা বলেছেন: এতদিনে মনে হয় হাতে গ্লাভস আর মুখে মাস্ক চড়িয়েছে...

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হয়তো-বা! তবে আপু আমি এখন আর অর্ডার করি না!

৬| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:০২

শায়মা বলেছেন: আমি জীবনেও না। তবে যাদেরকে করি তারা বেশ হাইজেনিক......:)

৭| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১১

পদ্মপুকুর বলেছেন: আমাদের ই-কমার্স বিজনেস এখনও প্রাপ্তবয়ষ্ক হয়নি। এ জন্য বিভিন্ন ধরনের অসামাঞ্জস্যতা/খামতি থেকে যাচ্ছে। পাশাপাশি অতি দ্রুত বড়লোক হওয়ার যে সর্বগ্রাসী লোভ আমাদের জাতিকে খাবলে ধরেছে, তারই ধারাবাহিকতায় চালডালসহ মুড়ি চানাচুর-আমড়া কলা যারাই আছে, তাদের কাছ থেকে এক ডর্জন লেবুর দামে এক হালি কিনতে হয়।

আমার 'তিনি' মাঝেমধ্যেই বিভিন্ন অনলাইন শপ থেকে এটা সেটা কেনেন। প্রতিবার ডেলিভারি নেয়ার পর কানে ধরেন যে আর কখনও এই ভুল করবেন না.... ধারাটা চলছেই।

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শ্রদ্বেয় পদ্মপুকুর:--------এই করোনাকালীন সময়ে এরা যে দাম নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না;

--- অফটপিক : ই-কমার্স বিজনেস বিদেশে অর্থ পাচারের ডিজিটাল মাধ্যম!

৮| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট নাই কেনো ভাইয়া

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হা হা হা! -- আপু, অফিসে কাজের ফাঁকে আপনাদের লেখাগুলো দেখে শান্তি পাই-
-------------- আপনাদের মতো করে আমার লেখার ক্ষমতা ও ধৈর্য নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.