নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
শুন্য থেকে গোল্ডেন রেশিও -বাদ যায় কি কোন কিছু-য়
জ্যামিতিক যবনিকায়, সূত্র খোঁজ কি অনামিশায়
দীপ্তিময় ভোর যে তোমার অপেক্ষায়!
পিড়ামিড কিংবা চিচেন ইতজা
যোজন যোজন দূরে
আকাশগঙ্গা হাসছে বসে
তোমার হিসেব দেখে !
পাত কিংবা নিপাত যে নামেই বল
নিউটনের রূপান্তরবাদ তেমনি শুরু হল-
জীবন-চক্রের চক্রবাকে ঘুরছি তুমি-আমি
যবনিকা-পাত সূত্র বল কেমন করে মানি??
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অমিমাংসিত সন্ধি।
২| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু---কারো লেখার প্রতিউত্তরে এই লাইন কয়টা লিখে সেন্ড করেছিলাম!
৩| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০০
ঢাবিয়ান বলেছেন: মাথার চৌদ্দ ফিট উপড় দিয়ে গেছে
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জ্বি ভাইজান....আমার চোখে তখন সর্ষেফুল দেখছিলাম!
৪| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৯
নেওয়াজ আলি বলেছেন: বাহ চমকপ্রদ
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই, আপনার লেখায় অনেক বৈচিত্র আছে। আমার আপনার লেখা ভালো লাগে।
৫| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ধন্যবাদ নেওয়াজ ভাই, আপনার লেখায় অনেক বৈচিত্র আছে। আমার আপনার লেখা ভালো লাগে। "
-ব্লগার নেওয়াজ আলীর কি পোষ্ট লেখার কথা আছে? আমি ভাবছিলাম, উনার কাজ কমেন্ট করা।
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১. ব্লগার নেওয়াজ আলির-লেখা আমি নিয়মিত পড়ি;
২. উনি আমার লেখায় চমকপ্রদ বলার প্রেক্ষিতে আমি ব্লগার নেওয়াজ আলিকে প্রতিউত্তর করেছি।
৩. আপনি তো আইনস্টাইন ও ছুতার মিস্ত্রির গল্পের মতো - মাঝে মাঝে হ্যাং হয়ে যান।
৬| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
কমেন্টের কারণেই ব্লগের লেখকেরা নিজকে রিফাইন করার সুযোগ পান; নেওয়াজ আলী ও পদাতিক চৌধুরীর মন্তব্য আমার কাছে অর্থহীন মনে হয়।
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যে। ভালো থাকুন।
৭| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতা বুঝি না।
আমার কাছে যে কবিতা পড়ে আরাম পাই সেটাই ভালো কবিতা।
১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ঠিক বলেছেন-রাজাবাবু!
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
কবিতার শানে নজুলটা কি?