নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮
ঘুষের একটা রাংকিং আছে যেইটাকে Global Bribery Risk Index বলা হইতেছে। ইহার কান্ট্রি রাংকিং ২০২১ প্রকাশিত হইয়াছে যাহাতে দেখা যায় দঃ এশিয়ায় যথারীতি বাংলাদেশে বেশি ঘুষের প্রচলন হয়। আফগান সরকারের সিস্টেম বিবেচনায় না নিলে আমরা এই অঞ্চলে ঘুষ/খারাপিতে এক নাম্বারে অবস্থান করতেছি। স্বয়ং নাপাক দেশ পাকিস্তান যেইখানে ১৫০, সেইখানে আমাদের অবস্থান ১৬৭। রিস্ক ইনডেক্স এর বিচারে ভালোর দিক থেকে খারাপ এইভাবে রাংকিং প্রকাশ করা হইয়াছে।
আফগানিস্তান ১৭৪ যেখানে মোট ১৯৪ টি দেশের মোট হিসাব ধরা যায়। ভুটান ৬২, ভারত ৮২, শ্রীলংকা ৯২, নেপাল ১১২ তো দেখা যাইতেছে আমাদের চাইতে বহু বহু ভাল করতেছে নেপাল/শ্রীলংকা।
ভুটান একটা ছোটখাট দেশ অথচ দেখেন তারা আমাদের চাইতে যোজন যোজন ভালভাবে বাস করতেছে। আমাদেরই তো প্রতিবেশি তো আমাদের সরকারে থাকা লোকেরা কি একটুও লজ্জা করে না?
কোথায় আমাদের দুদক? কোথায় আমাদের বিচার বিভাগ? তারা কি কিছুই দেখে না? নাকি তাদেরও সানডে মানডে ক্লোজ কইরা দেওয়া হইছে?
আর আমলারা।
এত খারাপ এত নির্লজ্ব কি করে হয় এরা? নাকি আমাদের এজুকেশন সিস্টেম চোর/ডাকাত/ক্রিমিনাল বের করতেছে?
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩
জ্যাকেল বলেছেন: এইগুলা হচ্ছে ফ্যাসিবাদের পথপ্রদর্শক গোয়েবলস এর পন্থা। এই রাস্তায় হাঁটার উদ্দেশ্য ভিন্ন হইলেও ফলাফল একই হইবে। শেখ হাসিনার সতর্ক হওয়ার সময় এখন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
রিফাত হোসেন বলেছেন: জুল ভার্ন বলেছেন: "রোল মডেল" বলে কথা!
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ। লেখক বলেছেন: এইগুলা হচ্ছে ফ্যাসিবাদের পথপ্রদর্শক গোয়েবলস এর পন্থা। এই রাস্তায় হাঁটার উদ্দেশ্য ভিন্ন হইলেও ফলাফল একই হইবে। শেখ হাসিনার সতর্ক হওয়ার সময় এখন।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০
সোবুজ বলেছেন: ইনশাআল্লাহ আমরাও একদিন আফগানের মতো হয়ে যাব।ঘুষ থাকবে না দুর্নীতি থাকবেনা থাকবে শুধু নামাজ রোজা।
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
জ্যাকেল বলেছেন: হুমম। নন্দের ওপর আর কত?
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: রিফাত হোসেন বলেছেন: জুল ভার্ন বলেছেন: "রোল মডেল" বলে কথা!
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: এইগুলা হচ্ছে ফ্যাসিবাদের পথপ্রদর্শক গোয়েবলস এর পন্থা। এই রাস্তায় হাঁটার উদ্দেশ্য ভিন্ন হইলেও ফলাফল একই হইবে। শেখ হাসিনার সতর্ক হওয়ার সময় এখন।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: দুই একজনকে ধরে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান অফ হয়ে গেল কেন?
দুদক দূর্নীতিবাজ কি ধরবে। তাঁরা নিজেরাই দূর্নীতি করে।
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৫
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪২
কলাবাগান১ বলেছেন: যখন বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, তখন হয়ত আপনারা ভুলে গিয়েছিলেন পোস্ট দিতে
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬
জ্যাকেল বলেছেন: আরে ভাইসাহেব? কোনক্রমে আওয়ামীলীগকে দায় এড়িয়ে নিতে পারলেই মনের ষোলকলা পুর্ণ হইয়া যায় আরকি।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
শেরজা তপন বলেছেন: বিশ্ব অবাক হয়ে হা করে তাকিয়ে রয়
কবে যে ফাস্টো হব সেই অপেক্ষায় ...
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬
জ্যাকেল বলেছেন: খুবই দুঃখজনক এখানে আবার গেলমানের মত দায় সরাতে এক প্রকার লোক কাজ করে চলেছে। ছিঃ
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২
জটিল ভাই বলেছেন:
এই দেশে অবৈধ ঘুষের প্রচলন নেই। বৈধ স্পিড মানির প্রচলন রহিয়াছে বৈকি
২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১
জ্যাকেল বলেছেন: স্পিড মানি বলে যেই ইতরটা হালাল করে দিয়ে গিয়েছিল তারে জাতীয় বেইজ্জত ঘোষনা করা দরকার।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের দেশে সব হালাল।
২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
জ্যাকেল বলেছেন: আন্দোলন/মতপ্রকাশের স্বাধীনতা হালাল না ভাইসাব।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নেংটা সত্য হলো, দেশে এখন নির্ভীক। ভুখা এবং ভোকোরা শুধু ভেউ ভেউ করে।
মারতে শুরু করলে সেই কবে ওরা মরে শেষ হতো। যে দেশে সত্যের মৃত্যু হয় সেদেশে সত্যবাদীর জন্ম হয় না।
২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
জ্যাকেল বলেছেন: এই দেশে শনির আছর পড়েছে বলা যায়। শনি হইল খুবই বিরক্তিকর এবং ভারী বিপদ যা সরাতে হইলে নিজেকে অসম্ভব রকমের শক্তি ধারণ করতে হয়।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সংশুধনী× নেংটা সত্য হলো, দেশে এখন নির্ভীক নেই।
২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
জ্যাকেল বলেছেন: সংশোধনঃ
১২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা,
আমি বলেইছিলাম দেশে সব হালাল।
সমস্যা হলো, অপমৃত্যু কারো কাম্য নয়। আপনার সার্বিক সফলতা এবং নিরাপত্তা কামনা করি।
সকল কাজ একলা করা যায় না এবং ধোকাবাজ দোকলা বানালে মৃত্যু অনির্বার্য।
© Mohammed Abdulhaque
২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
জ্যাকেল বলেছেন: বুঝতে পারতেছি ভাই। আপনার কথাগুলাও মজার।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই, সাবধানে থাকবেন।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭
জ্যাকেল বলেছেন: দোয়া করবেন ভাইসাহেব।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
জুল ভার্ন বলেছেন: "রোল মডেল" বলে কথা!