নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮
-
-
-
শিরোনামে ভ্যাবাচেখা খাইতে পারেন। পুরাটাই আমার দোষ। আমি ব্যাকা ট্যারা শিরোনাম করতে খুবই মজা পাইতেছিলাম কিনা। যাক শিরোনাম পছন্দ করবার কারন একটু স্ক্রল করেই পাইবেন।
ব্লগ নিয়ে হতাশ হওয়া খুবই সহজ/সওজ
সওজ, সোজা(য), সুজা(য), সজা(য), শুজা(য বা ঝ) কত উপায়েই না আমরা সোজা শব্দটিকে আঞ্চলিক/এলাকাভিত্তিক ব্যবহার করি। সোজা জিনিস দেখা আমাদের দেশের মানুষদের পক্ষে এক প্রকার অসম্ভব। এই যেমন ধরেন ইসলাম ইসলাম করে পাগল হওয়া ফেসবুক ইসলামিস্টরা বাস্তবে ঊঠতে বসতে কবিরা গুনাহ করেন। আমার এক সেলিব্রেটি বন্ধু আছে যে কিছুদিন পরপরই কচি মেয়ে খেয়ে দেয় এবং ইহা নিয়ে গর্ববোধও করে। ঘরে স্ত্রী আছেন কিন্তু উনার সম্মান হইতেছে চুড়ান্ত। এই যে যেনা করা ইসলামে হারাম করা ইহা নিয়ে না ভেবে ঐ বন্ধুটি নিয়ম করে শুক্কুরবারে নামাজ পড়তে যায়, বাবার সাথে, ছেলের সাথে একদম পাক্কা মুসল্লী হইয়া। আমি দেখি আর হাসি।
সোজা পথ আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে শান্তির পথে চলার নাম ইসলাম। নামাজ পড়া আল্লাহর নৈকট্যলাভের উপায়, যাতে আত্মার মধ্যে প্রকৃত শান্তি পাওয়া যায়। ইহা জোর করে ভালবাসা না। এই সোজা জিনিস দেখবেন শতকরা ৯৯% ভাগ মানুষই জানে না/খবর করে না। অথচ ধপাস ধপাস করে মসজিদে/বাড়িতে নামাজ পড়ে ফেলতে দেখবেন। ঐ বেকাতেড়া উপায়ে ইহারা জান্নাতে যাইতে চায়।
ধুরঃ কই থেকে কই এসে গেলাম। ব্লগ নিয়ে পোস্ট দেবার কথা আর এনে ফেললাম ইসলাম/কোরআন। যাক গা। আসল কথায় আসি। ব্লগে এক দল নৈরাশ্যবাদ দেখা যাইতেছে যারা ব্লগের কোন ভবিষ্যৎ দেখেন না। ইহারা পারলে সামুকে হেফাজতে ইসলামের আস্তানা ঘোষনা দিয়ে ব্লগ ত্যাগ করে যেন নিস্তার পান অথচ দেখা যায় কাকের ঠ্যাং বকের ঠাং দেখতে পড়তে ইহারাই আবার সামুর পাতায় ভীড় জমায়। এই বকধার্মিকতা অবশ্য নতুন আবিস্কার না। অনেক আগের।
ব্লগে অন্যান্য ব্লগারদের উত্যক্ত করা, নীতি জ্ঞানের তোয়াক্কা না করে ধর্মের বিষয়ে কটুক্তি, বংগবন্ধু ও অন্যান্য জাতীয় স্বনামধন্য ব্যক্তিদের প্রতিনিয়ত তাচ্ছিল্যকরণ যার কর্ম এমন একজনকে নিয়ে সম্প্রতি কেউ কেউ কান্নাকাটি করছেন। অথচ উনাকে কত বার যে ভুল ধরিয়ে দেওয়া হইয়াছে তাহার কি হিসাব আছে? উনার অসম্ভব বেয়াদবি ও দম্ভপুর্ণ কমেন্ট ডিলিট করতে হয়েছে, কত খারাপ খারাপ কমেন্ট যে ডিলিট করতে হয়েছে তাদেরই চোখের সামনে অথচ দেখা যাইতেছে ইহারা এমনতরক একটা ভাব ইনারা করেন যেন উনি ছিলেন ধোয়া তুলসী পাতা। আবার এমনো আছেন কেহ কেহ যে উনার গন্ডার মার্কা কমেন্ট মিস করতেছেন। হুট হাট আগা নাই মাথা নাই কমেন্ট উনারা মিস করেন দেখে আমার খুবই মায়া হয়। যে ইনারা মানসিক ভাবে এতই ইম্যাচিউর যে ব্লগে এসে এক মানসিক সমস্যাগ্রস্থ লোকের বুলিং তাদের কাছে দরকারী হইয়া গেছে।
যাক ইহাকে নিয়া আর তেনা পেচাইতে চাইতেছি নাহ। হেডলাইনের আগাছা পরিস্কার করে ইতি দেই।
মনে করেন একটা পোস্টে Click This Link ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা সৃষ্টির চেস্টা করা হইল। তো জনৈক ব্লগার এসে বলবেন যে হালাল কার্ড কি নিয়ে কেন বলেন নি? আপনি একটা বেকুব।
এই হইল সওজ। সহজ না, সওজ। হাঃহাঃহাঃ
এই সওজ'র উদাহরণ অনেক বেশি আছে, নিয়মিত ব্লগে থাকলেই চোখে পড়িবে। যাক আরেকটা উদাহরণ দেই, সওজ এর-
মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধা নিয়ে আপনার মতামত প্রকাশ করতে চাইলেন, তো দেখবেন মোটামুটি এইরকম Click This Link "রাজীব নুর বলেছেন: ব্লগে চাঁদগাজী ছাড়া মুক্তিযুদ্ধের কথা কেউ নিরপেক্ষ ভাবে লিখতে পারে না।
ইতিহাস বলার সময় নিজেকে নিরপেক্ষ রাখতে হয়।"
মনে করেন এক লোক ধর্মের মিরাকল/টাইপ জিনিস নিয়ে লিখেছেন। তো জনৈক ব্লগার এসে বলবেন যে আপনি প্রশ্ন ফাঁস করে এইসব আবোল তাবোল লিখছেন। ভাবটা এমন যেন ব্লগে এইসকল জিনিস লেখা যাবে না। এইটা উনাব বাপের সম্পত্তি তাই উহা রক্ষা করতে তৎপর হইয়াছেন। Click This Link
তো খানিক পরে আরেকজন শিষ্য এসে বলবেন যে- আপনার মগজ হইতেছে পিপড়েরে মত। এই আরকি। ইহাকেই বলে সওজ। বুঝা গেছে ব্যাপারটা?
এক অখ্যাত মণিষী বলিয়াছিলেন-
সোজা কথা হইল আরে বেটা তোর বাপে কি ব্লগের মালিক? তুই যে জিনিস পসন্দ করিস না উহাতে পা মাড়াস কেন? সোজা পথে হাটলেই তো হয়। অন্যথায় যৌক্তিক উপায়ে ইহাকে নিয়ে সমালোচনা করা তো চলে। তা নিয়ে তো কেউ আঙ্গুল তুলবে না। সরাসরি আজে বাজে কথা বলার দরকার কি?
তো ক্লিয়ার হইছেন সওজ পথ? মনে রাখিবেন ইহা কোনক্রমেই কবি গোলাম মোস্তফার সেই পথ নহে-
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।
০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: আসলে আমার ব্যর্থতা। আমি যাহা বুঝাতে চেয়েছি আপনারা তা পান নি।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে।আপনি কিন্তু সহজে অনেক কিছু বিষয় ব্যাখ্যা করে ফেলেছেন।
০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: হুম, মোটামুটি বলা যায় তাহইলে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট পছন্দ হইয়াছে
শুভ ব্লগিং
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ আপা।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৪
জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।
চাঃগাঃ'র (চাঁদগাজী)গাঁজাখোর অনুরাগীদের মধ্যে কয়েকটা হাড়পাকার মন্তব্য দেখে পুরাই টাস্কি খাইয়া গেছি! একজন লিখেছে, আমি নিজে চাঃগাঃ'র পোস্ট, মন্তব্য পড়ে অনেক কিছু শিখেছি, নিজেকে ঋদ্ধ করেছি....জাতীয় বমি।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৯
জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ ছাগলের শিষ্য তিতড়িংগা ছাগল।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, হাহাহাহাহা..... আমারে খেমা দেওয়াইয়া আবার নিজেরাই এই জঞ্জাল ঘাটা শুরু করলেন
তবে পোস্ট জটিল হইছে
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪
জ্যাকেল বলেছেন: না ভাই, ইহা জঞ্জাল ঘাটা ছিল না। কিছু বিষয় পরিস্কার করে দেওয়া উচিত ছিল বিশেষত সামুর ভুমিকা নিয়ে কিছু জিনিস বলার আছে আর গাঁধাসাহেব ইহার সাথে জড়িত হইয়া যায় অটো।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৭
সোনালি কাবিন বলেছেন: রানুচাগার অফস্প্রিং নাকি চাগার বমি খেয়ে ছুডু কিলাশ থেকে এক লাফে লায়েক হই কিলাশ ফাইভের বাচ্চার লাহান হই গেসে!
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৫
জ্যাকেল বলেছেন: হেঃহেঃহেঃ
৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০২
সোবুজ বলেছেন: অনেক দিন পর যুক্তিপূর্ণ বিশ্লেষানাত্মক একটা লেখা পড়লাম।কে বলে ব্লগে ভাল লেখক নাই।ভাল লেখকের ছড়াছড়ি।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬
জ্যাকেল বলেছেন: যার মুরোদ নাই দুই লাইন লিখতে সে কি-না ```
৮| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৬
শেরজা তপন বলেছেন: প্রিয় ব্লগার জ্যাকেল,
আপনি সবার পোষ্টেই সাধ্যমত চমৎকার সব মন্তব্য করে। আমার ইচ্ছে ছিল আপনার এই লেখা পড়ে যথাসম্ভব সুন্দর একটা মন্তব্য করার।
কিন্তু কালকে এসে ফিরে গেছি- আমি ভাই ডাবল স্টান্ডার্ড ব্লগার। সেজন্য কারো পক্ষে বিপক্ষে বলার আগে একটু হিসেব করি।
শুধু একটা কথা বলব @ আমার অতি প্রিয় ব্লগার পদাতিক চৌধুরির'র সুরে,-তবে আমার ব্যক্তিগত মতামত ভাই আর পিছনের কথা না টেনে আমরা আনন্দময় ব্লগিং করি।
ভাল থাকুন নিরন্তর। হ্যাপি ব্লগিং!
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৭
জ্যাকেল বলেছেন: ভাই এটা আসলে আমার ব্যর্থতা। আমি যাহা বুঝাতে চেয়েছি আপনারা তা পান নি।
৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
বিটপি বলেছেন: কি বলছেন এসব? ধর্মীয় বিষয়াদি কারো কাছে রূপকথা মনে হলে সে তা বলতে পারবেনা? এর পক্ষে প্রমাণ তো দিচ্ছে। রাসূল (স) বা ইবরাহীম (আঃ) যেমন মূর্তিপূজার অসারতা প্রমাণ করেছেন, সেরকম ঈশ্বরের পূজার সসারতা কি প্রমাণ করেছেন? ঈমান বলে কিছু যদি না থাকে - এসব আল্লাহ খোদা সবই তো বেকার। যাদের ঈমান নেই, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে সব দেখবে - এটাই তো স্বাভাবিক। এতে অন্যদের কি অসুবিধা আছে?
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯
জ্যাকেল বলেছেন: আমি পুরো পরিস্কার নই ভাইসাহেব তবে রুপকথা/অন্ধবিশ্বাস এইসব নিয়ে যুক্তি চলে না। যেমন আল্লাহ আছেন এটা আমার বিশ্বাস, আমি এটা প্রমাণ করতে পারব না। কন্ডিশন দিয়ে দেখিয়ে দিতে পারি কিন্তু বিজ্ঞানের মত তত্ব/নিরেট প্রমাণ সম্ভব না।
১০| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪০
ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত যুক্তিপূর্ণ লেখা; তবে এসব তো আমরা......মানে, যাদের জানার তারা সবাই জানি। আর যারা জানে না বা জানতে চায় না, তাদের জ্ঞানের পরিধি আপনার এই লেখার মাধ্যমে বাড়ার কোন সম্ভাবনা নাই।
কাজেই এসব বাদ দিয়ে আপনার সবচেয়ে প্রিয় বিষয়বস্তু নিয়ে একটা পোষ্ট দেন।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ ভুয়া মফিজ ভাইসাহেব।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু যদি হারায় একেবারে হারাইবে যদি না হারায় শত সহস্র বছর টিকিয়া থাকিবে।
কিছু লোক এমনি করিয়া সর্বযুগে সামুতে ঢু মারিয়া এই কথাই বলিবে-সামু নিয়ে হতাশ।
সুন্দর ব্লগিং হোক। ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০
জ্যাকেল বলেছেন: একমত আপনার সাথে।
ভাল থাকুন মাইদুল ভাইসাহেব।
১২| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভা কামনা রইলো ,বাকা কথন আরো হোক
১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৫
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ
১৩| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: আমি এ ব্লগে আসার শুরু থেকেই শুধু হতাশার কথাই শুনে আসছি। এটা ঠিক যে দশ বছর আগে এ ব্লগসহ অন্যান্য সব ব্লগ যেমন প্রাণবন্ত ছিল, এখন তার সিকিভাগও নেই। কিন্তু তার পরেও এ ব্লগে অনেক ভালো ভালো লেখা আসছে, অনেক যৌক্তিক আলোচনাও হচ্ছে। তাই হতাশার কিছু নেই, চলুন সবাই একসাথে এগিয়ে চলি, যার যার সাধ্যমত ভালো কিছু কন্ট্রিবিউট করি। আগাছা ও জঞ্জাল কখনো বনের বৃদ্ধি রোধ করতে পারে না।
১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৩
জ্যাকেল বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মতামত পেশ করার জন্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:২১
পদাতিক চৌধুরি বলেছেন: অপ্রিয় সত্য বচন। তবে আমার ব্যক্তিগত মতামত ভাই আর পিছনের কথা না টেনে আমরা আনন্দময় ব্লগিং করি।
নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকে।