নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

গুলশান নাকি সিংগাপুর দখল করে ফেলেছে? ১৮+

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

জাগতিক জ্ঞান থাকলেই জ্ঞানী বনা যায় তবে সেটা আক্ষরিক অনুবাদের মতই। মানে ধরেন Cats and dogs = বিড়াল এবং কুকুর, এইটা হইতেছে আক্ষরিক অনুবাদ।
এখন যদি এটার অনুবাদ করা হয় ভারী বৃষ্টি তবেই কিন্তু ইহা সার্থক অনুবাদ হইবে।

এখন মুল ব্যাপারে আসি। আমি অবাক হয়েছি একজন সুপরিচিত ব্লগারের ক্রমাগত অন্ধ দলকানামি দেখে; সাথে খানিক লজ্জিতও হয়েছি। কারন একজন সহব্লগার + যার একাডেমিক ট্যালেন্ট প্রসংশা করি + মানবিক মানুষ (উচ্চ ধারণা পোষন করি) তিনি যদি এইভাবে দুর্নিতিপরায়ন এক পথচ্যুত দলকে এইভাবে সাপোর্ট দিতে থাকেন তবে দেশ এগুবার মত অবস্থায় কস্মিনকালেও আসিবে না।
উনার জাগতিক জ্ঞান আছে যা জ্ঞানের দশ দিকের অন্যতম। তাই বলিয়া আপনি বাস্তবতার গণনা না করে যদি চলায় অভ্যস্ত হইতে থাকেন তবে আপনার জ্ঞান চর্চায় প্রকৃত অর্থে সমস্যা আছে।

(হতে পারে) এই যে বোকার হদ্দের ভান করে আওয়ামীলীগের সকল কাজকেই সাপোর্ট দিতেছেন এটা আপনার পার্সোনালিটিকে বাধাগ্রস্থ করতেছে। একটা বালিশের দাম যদি ২৭ গুণ বাড়ানো হয় রিটেইল প্রাইসের তুলনায়, একটা নর্মাল পেন্টিয়াম ফোর পিসি'র মুল্য ২ লাখ টাকা হয় (বাস্তবে ৭/৮ হাজার) তবে এই দেশের উন্নয়নকে দাবানো হইতেছে নাকি বাড়ানো হইতেছ?

প্র‍য়োজনের চেয়ে কয়েক শো পার্সেন্ট বাড়িয়ে বরাদ্দ করে করে শতকরা ৮০% সরকারি জায়গায় আমাদের টাকা মেরে দেওয়া হইতেছে অথচ ইহা নিয়ে কোন কথা নাই কেন?

আমি বলিতেছি কেন? আমাদের রেমিটেন্স ফ্লো হয়ে গেছে প্রত্যাশার চাইতে অনে-ক বেশি। এই কারনে সরকারের হাই-লেভেল নীতি নির্ধারকেরা এই পুকুর চুরির জোয়ার নিয়ে ভাবতেছেন না। অথচ এটাই ছিল আমাদের সিংগাপুর মালেশিয়া এর কাছাকাছি মানে যাইবার সুযোগ। কিন্তু সীমাহীন অর্থ চুরি করে তা দেশে না রেখে বিদেশে লুকিয়ে লুকিয়ে পাচার করা হইতেছে(ব্যাংকিং সিস্টেমে এমনভাবে টাকা পাচারের জাল ফালান হইছে যে বাইরে থেকে কাহার কিছু বলার/জানার উপায় নাই)। ফলতঃ দেশের উন্নয়ন ১০০% যদি হইবার কথা হয় হইতেছে মাত্র ০ দশমিক ২ কি ৩ পার্সেন্ট। ১ পার্সেন্ট ও হইতেছে না এটা বুঝাই যাইতেছে।

৩ সদস্য একটি পরিবারের (বাংলাদেশের মানুষের) জন্য ১০০ টাকার চাল, ৩০ টাকার নাস্তার আটা, ২০০ টাকার অন্যান্য খরচ ধরলে সর্বোচ্চ ৫০০ টাকায় নিম্নবিত্ত একটি পরিবারের চলে।
এখন আমেরিকার তুলনা করেন, ঐ দেশে ধরেন একেবারে নিচু মানের শ্রমিক, তার কত টাকা লাগে? আমার আইডিয়া একেবারে কম করে হলেও ১০০ ডলার লাগে। ইহা বাংলাদেশের টাকায় সাড়ে ৮ হাজার টাকা।

https://www.thedailystar.net/frontpage/road-construction-cost-way-too-high-1423132

আমেরিকান শ্রমিককে যে টাকা দেওয়া লাগে, আমেরিকায় কনজিউমারের যে টাকা খরচ হয় তার ১০০ ভাগের ১০ ভাগ লাগে এই দেশে। এখন পুকুর চুরি সাব্যস্ত দেখাতে গিয়ে আমেরিকার কস্ট দেখিয়ে যদি আপনি জাস্টিফাই করেন তবে ইহা তো চোর/বাটপারের সংগী হওয়া। নয় কি?
আমাদের দেশে আমেরিকার চাইতে অনেক বেশি পরিমাণ রেটে খরচ করা হইতেছে। কত আর বুঝিয়ে বলব। শুভংকরের ফাঁকিটা আপনি যদি না বুঝেন তবে আপনার জাগতিক জ্ঞানেও তো বিশাল সমস্যা!!
তো এইভাবেই আমাদের এসস এর হোলকে বড় করা হইতেছে। দুর্নিতিবাজদের ইয়া-আ সাইজের ডিক ঢুকিয়ে ঢুকিয়ে ডাম হার্ড ফাক হোইতেছে। বোঝা গেছে ব্যাপারটা?

যদি বুঝে না বুঝার ভান করে থাকেন তবে বলতে হইবে আপনি সেই বিদ্বান যিনি যতই বিদ্যা রাখেন তবে পরিত্যাজ্য। আপনার কাছে অন্য মানুষ নিরাপদ নহে।
আর যদি বুঝে থাকেন এবং নিজ দলের ক্ষতির আশংকায় মুখ বুজে থাকেন তবে আমার কিছু বলার নাই।




মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিচু তলা থেকে ওপর তলা সব জায়গায় চোর-বাটপার। জাতিগঠনে মন দেওয়া দরকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৬

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ, জাতিগঠনে মন দেওয়ার মত সাহস নাই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: সেই তথাকথিত ট্যানলেন্ট নিশ্চিতই লুটেরাদের অংশীদার না হলে নুন্যতম মানবিক মূল্যবোধ বিষর্যন দিয়ে এতোটা দলদাস হতে পারতোনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৬

জ্যাকেল বলেছেন: বাস্তব মুল্যায়ণ ভাইসাহেব।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

নীল আকাশ বলেছেন: জেনে শুনে যারা এইসব দূর্নীতিকে সমর্থন দেয়া তারা মানসিকভাবে বিকৃত রুচি। আমি বেশিরভাগ আওয়ামীলীগের লোকজনকে দেখেছি এইসব গোয়ার্তুমি করতে। এরা নিজের চোখে যা দেখে সেটাও বিশ্বাস করে না। এইসব দলকানানরাই এই দল শেষ করে দেবে। একবার ক্ষমতা থেকে নামলে এদের খবর আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

জ্যাকেল বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের উন্নয়ন দেখে আপনাদের গা জ্বলা টাকে খুবই উপভোগ করছি....সিংগাপুর কি আমি বলেছি????? বিদেশিনী বলল দেখেই ভাল লাগল...

তবে আজ যে ভিডিও তে সারা ঢাকা শহর এর ভিডিও উ্ত্তর থেকে দক্ষিন, তা দেখে আমি টাস্কিত... শুধু গুলশান না......প্রায় পুরা ঢাকা শহর জুড়ে চমৎকার সব স্কাই স্ক্রেপারস, প্রচুর গ্রিন গাছপালাও লক্ষ্য করলাম।

https://www.youtube.com/watch?v=5o415VnIT6s

আর এই ভিডিও দেখে পাকিস্হানী ব্লগার এর দের প্রতিক্রিয়া দেখে আমি আরো অভিভুত
https://www.youtube.com/watch?v=tEpD6GjgWVk&t=735s

কাকে সাপোর্ট দিব অলটারনেটিভ জামাতি রাজাকারদের সাপোর্ট করা বিনপিকে????? যারা পারে ৬৪ জেলায় একসাথে বোমা ফাটাতে ???? যারা রির্জাভ ৫ বছরে কোন ডলার যোগ করতে পারে নাই ৩ বিলিয়ন এ শুরু ৩ বিলিয়ন এ শেষ ৫ বছরে

আমি কোন বিদ্বান না....আমি বিদ্বান হলে, বিদ্বান শব্দটার অপমান হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৪

জ্যাকেল বলেছেন: যদি আপনার অবজার্ভেশনে বের হয়ে আসে- আমি/আমরা(কনসার্নড পিপল) বাংলাদেশের উন্নয়নে অখুশি(আপনার ভাষ্যমতে ইহাই) তবে আপনার ইস্ক্রু ঢিলা আছে।
আর শুধুমাত্র আক্রমণ করবার উদ্দেশ্য হইয়া থাকলে বলতে হইবে ইহা খুবই দুর্বল ফেলাসি। কারন, আমার ইনটেনশান হইতেছে বাংলাদেশের মানুষ যাতে ভাল থাকে, অধিকার নিয়ে বাঁচতে পারে। আপনি এইসবের ধার না ধারে শুধু উন্নয়ন উন্নয়ন বলে মুলা দেখাইতেছেন।
পুরাই ভন্ডামি। আপনারা বরং সাধারণ মানুষের শত্রু হিসাবে ভূমিকা পালন করতেছেন।আর হা, জামাত রাজাকার বিএনপি আর কত সেইল করবেন? ইহা কিন্তু আর বিকি হইতেছে না।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: আমরা সবাই চোর
আমাদের এই চোরের রাজত্বে
নইলে আমরা চোরের সনে মিলবো কি শর্তে...

সরকার যে মাটি কেটে রিক্সা চালিয়ে রিজার্ভ জমা করলো - সেটা কি আপনাদের চোখে পড়ে না?
এই সরকারি শাসন আমলে যত কোটিপতি জন্মেছে এই দেশে- অন্য কোনো সরকার কি তার ১০০ ভাগের ১ ভাগ কোটিপতি জন্ম দিতে পেরেছে? নিন্দুকেরা হয়তে একে বাকা দৃষ্টিতে দেখবে, কিন্তু আমি বলবো- এটা সরকারের বিরল সাফল্য গাথা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৪

জ্যাকেল বলেছেন: দারুণ বলিয়াছেন। আমাদের দেশ এককথায় কোটিপতি প্রিন্ট করবার রাষ্ট্রে পরিণত হইয়াছে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: এই হিসাবটি বুঝি নাই
[৩ সদস্য একটি পরিবারের (বাংলাদেশের মানুষের) জন্য ১০০ টাকার চাল, ৩০ টাকার নাস্তার আটা, ২০০ টাকার অন্যান্য খরচ ধরলে সর্বোচ্চ ৫০০ টাকায় নিম্নবিত্ত একটি পরিবারের চলে।
এখন আমেরিকার তুলনা করেন, ঐ দেশে ধরেন একেবারে নিচু মানের শ্রমিক, তার কত টাকা লাগে? আমার আইডিয়া একেবারে কম করে হলেও ১০০ ডলার লাগে। ইহা বাংলাদেশের টাকায় সাড়ে ৮ হাজার টাকা।]
আমার জানা মতে (গড় হিসাব )
উন্নত প্রায় সব দেশেবেতন, ভাতা, বোনাস মিলিয়ে বার্ষিক আয় গড়ে ২৫০০ ডলার থেকে ৩০০০ ডলার (টেক্স পেনশন ..কাটা যাবে পলিসি ও সংসারের সদস্য অনুযায়ী )
প্রায় তিনভাগের ১ ভাগ বাড়িভাড়ায় ব্যায় ,খাদ্য ও আনুসাংগিক প্রায় একই , আর বিনোদন ও বড়ো ছুটি ,ভ্রমণ ,লোন শোধ প্রায় শেষ ডলার

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫

জ্যাকেল বলেছেন: ভাইসাহেব, আমি কিন্তু একদিনের হিসাব দেখাইয়াছি।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: উন্নতি হচ্ছে। অবশ্যই হচ্ছে। সেই সাথে দূর্নীতি হচ্ছে। তবে বিএনপির আমলের চেয়ে উন্নতি বেশি হচ্ছে। সেটা বলতে সমস্যা কি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ আপনি এইসব বুঝবেন না।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা খালি দেখিয়া যাই :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

জ্যাকেল বলেছেন: হুম ভাইসাব।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪

রানার ব্লগ বলেছেন: মানুষের আর্থিক উন্নয়ন হয় নাই ।
মানবিকতার উন্নয়ন নাই
শিষ্ঠতার উন্নয়ন নাই
ভদ্রতা বোধের উন্নয়ন নাই
রুচি বোধের উন্নয়ন নাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

জ্যাকেল বলেছেন: হইবে কি করিয়া? সর্ষের মধ্যেই যে,,,

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

জুন বলেছেন: এয়ারপোর্টে নেমে ডানে বায়ে তাকিয়ে শুধু ধ্বংসস্তুপ দেখলাম। সিংগাপুর আমি গিয়েছি সেখানে রাস্তায় ভাত রেখে খাওয়া যাবে আর আমাদের গুলশান বনানী ধানমন্ডি অর্থাৎ সিংগাপুরে দুর্গন্ধ আর ধুলাবালিতে চারিদিক আচ্ছন্ন ভাংগাচুড়া রাস্তায় প্লেটে নিয়েও ভাত খাওয়ার প্রশ্ন উঠে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

জ্যাকেল বলেছেন: থাংকু আপামনি।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি সম্ভবত বর্তিমান গুলশান এর আধুনিকতা ও ডেভেলপমেন্ট কে হাইলাইট করেছেন। দূর্নীতি ও রাতের ভোট এর ব্যাপারে ব্লগার হিসেবে উনিও অবশ্যই লজ্জিত হবেন। যে কোন শিক্ষিত সচেতন মানুষের লজ্জিত হওয়া উচিৎ। তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও কাম্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

জ্যাকেল বলেছেন: দেশের ১ হাজার ভাগের মধ্যে ১ ভাগ যদি সিংগাপুর হই আর ৯৯৯ ভাগ যদি ফকিরতলি হয় তাহলে আর কি করা।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন: সেই দেশে যাইতে কি ভিসা লাগবে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

জ্যাকেল বলেছেন: লাগারই কথা। তবে সবাইর জন্য প্রযোজ্য নহে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে কন?

গণতন্ত্রের মায়রে বাপ কইরা উন্নয়ন তন্ত্র চলিচ্চে;)
তায় শুধু কালাকোটওয়ালাদের!

আবার কত বুদ্ধিমানের উন্নয়ন!
১০ টাকার ব্রীজ ৩০ টাকা, পৃথিবীর সবচে ব্যায়বহুল মেট্রো! সবচে বেশি সময় লাগা মেট্রো!! অথচ এরচে কমে
সারা বিশ্বে ভুরি ভুরি উদাহরন আছে!
কিন্তু চাপাবাজদের সাথে পারবেন কেন?

১০ টাকা হালির করা আপনার টাকায় আপানারে ৩০ টাকায় কিনা খাওয়া কইব- দেখছোস কত কলা খাওয়াইলাম।
আগে তো চোক্ষই দেখস নাই ;)
১৫ লক্ষ কোটি টাকা পাচার কিসু না?
অথচ ১৫ বছর রাতের ভোটে ক্ষমতায় থেকেও বিএনপির ধুয়া না ধরলে পেটের ভাত হজম হয় না B-)
সত্যি আইজুদ্দিন ! কি বিচিত্র আওয়ামী চরিত্র :D :-B =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

জ্যাকেল বলেছেন: ১৫ লক্ষ কোটি টাকা পাচার কিসু না?

কিসসু হইব কিম্নে ভাইসাহেব? মিডল ইস্টে চাকরানি/চাকর আছে না? ওদের রক্তপানি করা পইসা যে আসতেছে বহালে।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: সিরাজ শিকদারের একটি কবিতার লাইনঃ” আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের; জনগণ যেনো জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়…”

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের জনগনের একটাই অভাব সেইটা হচ্ছে বিনোদনের। আর তাইতো আওয়ামী মন্ত্রী, এম্পি থেকে শুরু করে সমর্থকেরা দিনরাত জনগনকে বিনোদন প্রদান করতে সদা প্রস্তুত । এখন যদি কন যে কোন উনাদের বিনোদন কোন এক দেশের রানী জানি কইসিল '' ওরা ভাত খেতে পায় নাতো কি হয়েছে কেক খেলেই পারে "জাতীয় নির্মম কৌতুক/ বিনোদন তাইলে আপনারা বেরসিক নন রাজাকার/ জামাত শিবির !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

জ্যাকেল বলেছেন: নির্মম! আর কিছু বলবার পাইতেছি না।

১৬| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: প্রত্যেক শাসকের আমলে ভালমন্দ ছিল, আছে এবং থাকবে। তবে কিছু চাটুকার আজীবন শুধু ভালো টুকু নিয়ে প্রশংসা করে এবং অন্য শাসকের মন্দ কাজ গুলোর বদনাম নিজের স্বার্থ সিদ্ধি করে। যদি কেউ শুধু বর্তমান শাসকের প্রশংসা করে যায় তাহলে বুঝবেন সে একজন চাটুকার যে কিনা নিজের আখের গোছাতে ব্যস্ত।

১৭| ০২ রা মার্চ, ২০২২ রাত ৯:২৭

জ্যাকেল বলেছেন: এরা প্রকৃত অর্থে নর্দমায় বসবাস করা লোক। এদের কাছ থেকে সুবোধ বিবেচনাপ্রসুত কিছু আমি আর আশা করি না।

১৮| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: হাসান সাব তো গোস্বা করেছে :-B :-B

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০১

জ্যাকেল বলেছেন: :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.