নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮
ব্লগিং করার মত সময় বের করতে পারতেছি না অথচ এইদিকে কত কিছু হইয়া যাইতেছে আমি অনুপস্থিত। বিশেষ করিয়া ধর্ম বিষয়ক কচকচি আমার অন্যতম প্রিয় বিষয় ব্লগিং করতে কিংবা গল্প মল্প করতে। সমস্যার জায়গা হইল আমার প্রিয় বিষয় মানেই অন্য সকলের নিকট প্রিয়, নিদেনপক্ষে ভাল লাগবে বলিয়া মনে করা বাতুলতা। কিন্তু প্রথম পাতা, সাম্প্রতিক মন্তব্য সব খানেই আবার নতুন করে ধর্ম, বিজ্ঞান বিতর্ক স্থান করে নিতেছে দেখে মনে হইল জিনিসটা বাড়াবাড়ি হইয়া যাইতেছে। আমি কমন সেন্সের ঠিকা করে খাই। তাই ইহার থেকে আমি বলতে পারি যে লেবু বেশি চিপ্লে উহা তিতাই হইবে। আর টক থাকিবে না। অতএব কিবোর্ডে প্রসব করার আগে একটুখানি ভাবনা/চিন্তার অনুরোধ রইল।
ভাল কথা কমন সেন্স থেকে নিশ্চিত করে কিছু জিনিস বলে ফেলা যায়। যেমন ধর্ম এবং বিজ্ঞান মানব জীবনের খুবই সর্বাধিক গুরুত্বপুর্ণ পাথেয়। আপনি কোনক্রমেই যেকোন একটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে চলতে ফিরতে পারবেন না। ধর্ম মানেই অন্ধবিশ্বাস নহে এবং বিজ্ঞান মানেই শুধু প্রমাণ নহে। বিজ্ঞানের অগ্রগতি সাধিত হইয়াছে বলিয়া ইহা বলা যায় না যে আমরা বিজ্ঞানের শেষ দেখে ফেলেছি। বিজ্ঞানের সুদীর্ঘ যাত্রায় আরো অনেক কিছু জানার বাকি আছে মানব সমাজের। হয়ত ধর্মের বিষয়াদি প্রমাণিত হইতে আরো সময় লাগবে, এই সম্ভাবনা অস্বীকার করা যায় না।
অতএব সার সংক্ষেপ হইতেছে আপনি ধর্ম নিয়ে আগ্রহী থাকলে উহা অধ্যয়ন করুন, সাথে সাধারণ বিজ্ঞানের নিয়ম/পাঠ একটু চেখে নিবেন। তাহলেই গাঁজাখুরি এবং অপ্রয়োজনীয় ধর্মীয় আগাছা থেকে মুক্ত থাকতে পারবেন। শুধু মনে রাখবেন, এই যুগে স্মার্ট টাউট লোক খুবই বেশি। ইন্টারনেট এর কারনে এইসকল টাউট আরো বেশি পচার করতে পারতেছে আর সরলমনা ধর্ম প্রাণ জনগোষ্টিকে ধোকা দিতেছে।
এদের থেকে সাবধান থাকবেন, এরা আউল ফাউল জিনিস সেইল করে ধর্মের বিশেষত ইসলামের সৌন্দর্য ক্ষতিগ্রস্থ করতে লেগেছে।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৪
জ্যাকেল বলেছেন: আপনে হয়ত কোন হুজুর দ্বারা ক্ষতির শিকার হইয়া গেছেন তাই বলিয়া ইসলাম আপনার টার্গেট হইতে পারে না। চোরের সাথে রাগ করে মাটিতে ভাত খাইতে পারেন, ক্ষতিটা চোরের হইবে না। আপনে ইসলামের যে ডেফিনিশেন খাড়া করতেছেন ইহা সঠিক নয়।
২| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনার অনুপস্হিতিতে ব্লগ অনেকটা অচল হয়ে গিয়েছিলো; ফিরে এসে সামুকে বাঁচালেন।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৬
জ্যাকেল বলেছেন: আপনে মানসিক রোগের ট্রিটমেন্ট নেন নয়ত ব্লগ ছাড়েন। আপনার এই ধরণের মন্তব্য কোনক্রমেই সঠিক ব্লগিং নহে। সদ্য যৌবনে পা দেওয়া গরুর মত শুধু খুচাইতেই ভাল বাসেন, ইহা অসুস্থ ব্লগিং।
৩| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৮
অগ্নিবেশ বলেছেন: শিশু বিবাহ, বিধর্মী হত্যা, দাসী সংগম, বহুবিবাহ, জিহাদ এগুলো ইসলামে নেই, কোরান হাদিস দিয়ে প্রমান করলেই আমি কলেমা পড়ে আবারো ইসলাম কবুল করব। হুর পরী কে হারাতে চায়? ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৯:০৬
জ্যাকেল বলেছেন: কোরআন বোঝার জন্য আপনে যদি মোল্লা নামধারী ব্রাম্মণ শ্রেণির শরণ নেন তবে আপনি ঐসকল জিনিসই পাইবেন। সবচেয়ে বড় কথা আপনার যদি ক্ষিদে না থাকে তবে আপনে খেতে বসবেন কেন?
সেইম আপনার আত্মার মধ্যে যদি পরমেশ্বর খোঁজার দরকার হয়, উনার দিক নির্দেশিকা জানবার ইচ্ছে হয় আপনে যেকোন ইশ্বরকেন্দ্রিক ধর্ম/নীতি থেকে সেইগুলা পাইবেন। বিদ্বেষ হানাহানি এইসকল জিনিস মানুষেরা যোগ করেছে।
কমন সেন্স থেকে আপনে কোরআন পড়েন, দেখবেন ইসলাম খুবই সহজ তবে পালন করা সহজ নহে। আমি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলতেছি না, কোরআন পড়লে আপনে দেখতে পারবেন বানিয়ে বানিয়ে কথা বলা, চুরি করা, অন্যের ক্ষতি করা থেকে নিজেকে নিবৃত্ত করাই হইতেছে ইসলাম ধর্ম।
মোল্লাদের ইসলামে এইগুলা পাইবেন সীমিত আকারে কারন তাদের ইনকামের ধান্দা জারি রাখতে হয়। ফলে মেজর কোর্স মাইন হইয়া যায়, মাইনর কোর্স মেজর হইয়া যায় ইহাদের দ্বারা।
৪| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৩
আশাবাদী অধম বলেছেন: সহমত।
৫| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:০৪
সোবুজ বলেছেন: @অগ্নিবেশ,শিশু বিবাহ,দাসী সংঙ্গম এগুলো কাফেররা করে।কোন মুসলমান এতো খারাপ কাজ করতে পারে না।হাদিস থেকে যদি দেখান তবে সেগুলো কাফেরদের প্রচার।ইহুদি নাসারাদের ষড়যন্ত্র ।
৬| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:২৮
সোবুজ বলেছেন: আপনি একজন ধার্মীক জানতাম।আপনি যে বিজ্ঞানী এটা আজকে জানলাম।বিজ্ঞান মানে প্রমান না।হাইপোথিসিস প্রমানিত সত্য না,থিসিস যা বৈজ্ঞানিক গবেষনায় প্রমানিত সত্য।থিসিসে আপনি অনেক ভুল পেয়েছেন।তবেতো সেটাও একটা থিসিস।এটা জমা দিলে অবশ্যই নোবেল প্রাইজ পাবেন।তা কোন কোন গবেষনা পত্রে ভুল পেয়েছেন এবং সেটা কোন জার্নালে প্রকাশ হয়েছে।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৪
জ্যাকেল বলেছেন: পাড়ার আন্ধা এরিয়া বলে একটা ব্যাপার আছে। নন-ফোকাসড এরিয়াকেই অন্ধকার সাইড বলা চলে। ইন্টারেস্টিং হইল আন্ধা সাইডে সাধারণত বদ লোকের পরিবার থাকে। বদ লোকের কাজ হইল পেরেক মেরেক এইগুলা বড় রাস্তায় পুইতা রাখা যাতে টায়ার বাস্ট হয়।
আপনে আঘাত পাইলে আমি দুঃখিত তবে আপনে এই আন্ধা সাইডের কোন এক লোক বলিয়াই মনে হইতেছে। আপনে কু-যুক্তি দিয়ে আমার বক্তব্যকে ভিন্নখাতে প্রবাহিত করেছেন। বিজ্ঞান মানে প্রমাণ এইটা আমি বলি নি কিন্তু আপনি ইহাকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করতে সচেষ্ট হইয়াছেন।
৭| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লগে কয়েকজন নির্দিষ্ট ব্লগার আছেন ধর্ম নিয়ে পোস্ট করেন। তাদের বাইরেও কয়েকজন ধর্ম নিয়ে পোস্ট করছেন। আবার কেউ কেউ ধর্মের সাথে বিজ্ঞানের সখ্যতা দেখাতে চেষ্ঠা করছেন। এইসব শুধুশিরনাম দেখেই আন্দাজ করছি, ভিতরে লেখা কি থাকে তা পড়ার ইচ্ছা হয় না।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৪
জ্যাকেল বলেছেন: একমত ভাইসাহেব।
৮| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮
গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর পোস্ট, বক্তব্য একেবারে পরিষ্কার। তবে স্মার্ট টাউট বলতে কিছু কিছু নাই, স্মার্ট লোকেরা কখনো টাউট হয় না। বড়জোর প্রযুক্তি জ্ঞান সম্পন্ন টাউট বলা যায়।
শুভকামনা, ভালো থাকবেন।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬
জ্যাকেল বলেছেন: এখানে বোঝার একটা বেশকম আছে; আমি স্মার্ট বলতে চালাক চতুর বুঝিয়েছি; আর আপনি সঠিক স্মার্ট ডেফিনিশনে আছেন। আসলে ভুলটা আমারই। শব্দ চয়নে আরো সতর্ক হওয়া উচিত ছিল
ভালো থাকবেন।
৯| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ধর্ম খুবই জটিল জিনিস রে ভাই। ধর্ম থেকে দূরে থাকাই মঙ্গল।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬
জ্যাকেল বলেছেন: আপনে একটা কু-বুদ্ধির লোক।
১০| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: আল্লাহ যদি পৃথিবী ও আকাশ মণ্ডলী ছয় দিনে সৃষ্টি করে থাকেন (Quran 50:38) [যা মানুষের হিসেবে ১০০০ বছর (Quran 22:47, 32:5) অথবা ৫০০০০ বছর (Quran 70:4)], তবে বিজ্ঞান কেন বলে বিগ ব্যাং সংগঠিত হওয়ার পর পৃথিবী তৈরি হতে প্রায় কয়েক মিলিয়ন বছর সময় লেগেছে?
প্রশ্নটার উত্তর আপনার জানা আছে?
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৯
জ্যাকেল বলেছেন: অপ্রাসঙ্গিকঃ ফাউল প্যাচাল করেন ক্যান? আপনে ধর্ম/ইসলামের ওপর মহাবিরক্ত, এই তথ্য নিয়ে আপনার কাম কি?
প্রাসংগিকঃ এইসকল জিনিস নিয়ে পড়ার যথেষ্ট ভাল কন্টেন্ট সামুতেই আছে। একটু সার্চ করলেই পাইয়া যাইবেন।
মানুষের হিসেবে ১০০০ বছর (Quran 22:47, 32:5) অথবা ৫০০০০ বছর (Quran 70:4
এইসকল জিনিস ইসলামের মৌলিক নীতি বহির্ভুত এবং কোনক্রমেই ইসলাম/ঈমানের সাথে সংযুক্ত নহে। আখেরাতের বয়স/বছর/সময় এইগুলো আমাদের জ্ঞানে আল্লাহ তাআলা দেন নি। যারা দাবি করতেছে হয় তারা মুর্খ নয়তো মিথ্যাবাদী।
১১| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য।
ধর্ম নিয়ে কপচালে ভাইরাল
হওয়া যায় সহজে, তাই কপচায়।
তসলিমা ধর্ম নিয়া কপচিয়ে বিদেশী
সুবিধা নিচ্ছে।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০
জ্যাকেল বলেছেন: হ্যা ভাইসাহেব, আর হুজুগে বাঙ্গালীরাই এদের প্রশ্রয় দিতেছে এদের মার্কেট জারি রাখতেছে।
১২| ০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ধর্ম না লিখে শিরোনামে ইসলাম ধর্ম লিখুন। আমি বাংলাদেশের একজন নাস্তিককেও অন্যধর্ম নিয়ে হাউ কাউ করতে দেখিনি। একমাত্র ইসলাম নিয়ে তাদের যতো চুলকানি। যদিও বাংলাদেশে কোন প্রকৃত নাস্তিক নেই। যে কজন নিজেদের নাস্তিক পরিচয় দেয় এদের মধ্যে অলমোস্ট সবাই ইসলাম বিদ্বেষী।
আর ব্লগে কে কি লিখবে যার যার ব্লগীয় অধিকার। ভালো লাগলে পড়ুন নাহলে ইগনোর করুন। খালাস।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১
জ্যাকেল বলেছেন: এক কথায় একমত আপনার সাথে।
১৩| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫
সোবুজ বলেছেন: @গোফরান,ইগনোর করা ভালো ব্লগারের লক্ষন না।আলোচনার বিষয় থাকলে আলোচনা করুন।সেটা ধর্ম নিয়েই হোক, অধর্ম নিয়েই হোক।আলোচনা না করতে চাইলে ইগনোর করুন।
১৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯
সোবুজ বলেছেন: আপনার এই আবোল তাবোল কথায় আঘাত পাবার লোক আমি না।
১৫| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৫৯
সোবুজ বলেছেন: আপনি কু যুক্তির কি বুঝেন।কু যুক্তি কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দিতে পারি।মুমিনরা ৩০ রকমের কুযুক্তি ব্যবহার করে।বিস্তারিত লিখলে অনেক বড় হয়ে যাবে।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭
জ্যাকেল বলেছেন: আপনাকে এক কথায় উত্তর টা দেই। আপনাকে এক কথায় উত্তরটা দেই।
এই যে দেখেন আমি স্পষ্ট বলে দিয়েছি বিজ্ঞান মানেই প্রমাণ নহে। কু যুক্তি দিয়ে আপনি বলিতে চাহিলেন যে বিজ্ঞান মানে প্রমাণ আমি বলিয়াছি।
কুযুক্তি না থাকলে আপনি কি করিয়া এই কথা বলিতে পারিলেন?
সব কথার চেয়ে বড় কথা আপনে কু যুক্তির মানুষ বলিয়াই পারবেন কু যুক্তির ৩০ প্রকার চিনিতে পারতেছেন।
১৬| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১১:১৮
স্প্যানকড বলেছেন: যত ধর্মীয় প্যাঁচাল তত ক্যাচাল তত ভিজিটর ! এইবার হিসেব করেন কেন এই প্যাঁচাল চলবে। ভালো থাকবেন সব সময়। রমজানুল মোবারক
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭
জ্যাকেল বলেছেন: রমজানুল মোবারক!!
১৭| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ২:১৪
জটিল ভাই বলেছেন:
ধর্ম ব্যবসায়িদের পুঁজি বলতে আরকিছু আছে?
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮
জ্যাকেল বলেছেন: সেটা বলা মুশকিল তবে ইহাদের ব্যবসা ভাটা পড়ার লক্ষণ নাই।
১৮| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২
জুল ভার্ন বলেছেন: সোশ্যাল মিডিয়ার ধর্মপ্রচারকের অভাব নাই, অভাব শুধু ধার্মিকের!
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৮
অগ্নিবেশ বলেছেন: শিশু বিবাহ, বিধর্মী হত্যা, দাসী সংগম, বহুবিবাহ, জিহাদ এগুলো ইসলামকে দিয়েছে অন্যতম সেরা ধর্মের খেতাব। ইসলামের জয় হবেই, ইন্সাল্লাহ!