নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

মেয়ে বিষয়ক সিদ্ধান্ত...(চীনা রুপকথা )

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

ব্যাপরটা আমার মাথায় আসল ওর ট্রান্সফার করা একটি ম্যাসেজ পড়ার পর। যেদিন আমার সাথে ওর রাগারাগি হয় সেদিন আমার মতোই আরেকজনের সাথে ও অভিমান করেছে।

আমি অসহায়-অধম না হয় ওকে নিয়ে ভেবে ভেবে কষ্ট পাচ্ছি। কিন্তু তারতো শুধু

আমার কথা ভেবে কষ্ট পাবার সুযোগ নেই। একইসাথে আমার মতো কয়েকজন ভক্তকে নিয়ে ভাবতে হয় ওর। হতে পারে, এরা সবাই তার ভাল বন্ধু ও বেডের সঙ্গী। তাই

বলে কেউ আবার লাভার না!



আমি যখন রাস্তায় দাঁড়িয়ে ওর জন্য চোখের পানি ফেলছি, ও হয়তো তখন কারো বুকে মাথা রেখে বলছে-আজ আর না, বাসায় যাব। আর আমাকে বলছে-আমি কাজে ব্যস্ত?

রকমারি আবেগের তীব্রতায় আমার তীব্র অপেক্ষা বা আবেগটা তাই কখনোই ওর কাছে মূল্য পায় না।



কোন একদিন সারাটা বিকেল ওর জাতের বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসায় ফেরার পথে য়তো সন্ধ্যা রাতে উচ্ছিস্ট হিসেবে মনে পড়ে আমার কথা! কিংবা সঙ্গী না পেয়ে ছুটে আসে আমার অফিসে। আমি তাই ওকে স্বত:স্ফূর্ত অভিবাদন জানাতে পারি না। অবহেলা-অপমানের আগুন কেবল পুড়িয়ে মারে আমাকে।



আমি ওর দেহটা চেয়েছিলাম এ কথা সত্য-কিন্তু কখন যে এ চাওয়ার সাথে ভালবাসার লীন হেয় গেছে বুঝতেও পারিনি। শুধু ওকে কেন মনের সত্যটা দুনিয়ার সবাইকে বলে

দেই এ আমার অভ্যেস। তবে মূল্য পেলাম কোথায়!



এতদিনে বুঝলাম-ভালবাসা-ভোগের সামর্থ আমার নেই। অগত্যা ভাবনা বাদ দিয়ে মনের দুখ মনেই গিলে ফেললাম। যা শালা, সামর্থবান হওয়ার সংগ্রাম তবে আগে শুরু

হোক...



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ঢাকার কুতুব বলেছেন: ভাল লাগলো; জীবন ঘনিষ্ট

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমরা, পুরুষেরা- সত্যিই সামর্থবান হওয়া উচিত আগে।

ভাত ছিটালে কাকের অভাব হয় না।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

সরোজ মেহেদী বলেছেন:
ভাত ছিটালে কাকের অভাব হয় না। ekmot.

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

াংলার জনতা০০৭ বলেছেন: ভাই এইডা কি আপনার জীবন থেকে নেওয়া?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

সরোজ মেহেদী বলেছেন:
অনেকট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.