নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
সাংবাদিকতাকে আজকাল বেশ্যার ডাকাডাকির মতো অরুচিকর মনে হয়।তামিম দুইবছর পর একটা সেন্চুরি পেয়েছে।এটা নিয়ে দেশের 'প্রধান দৈনিক' সহ মিডিয়াগুলো শুরুটা করল কী!এখনই তাকে রোনাল্ডো বানানো হচ্ছে, একটু পরেই বানাচ্ছে ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি(মেসির বয়স ২৮)।এখন ম্যারাডোনা বা 'পেলে' বানিয়ে ছাড়াটা বাকি!
মিডিয়াকে যদি প্রশ্ন করি, ক্রিকেট ইতিহাসের কোনো একটা তলার ক্ষুদ্রাংশে জায়গা করে নেয়ার মতো করেছেনটা কি তামিম? উত্তর আছে কি?ক্রিকেটের কোন গ্রেটের পাশে ডানোর নামটা বসানো যায় বলেন শুনি!
বিশ্ব ক্রিকেট বাদ দিন বাংলাদেশের ক্রিকেটে তামিমের মানের ওপেনারের ভবিষ্যতে অভিষেক হওয়ার সম্ভাবনা কতটুকু ভেবে দেখেছেন কখনো। বিডি ক্রিকেট ইতিহাস থেকে তামিম নামটা মুছে যেতে ক'দিন লাগবে!আজ কই অপি, বেলিম বা অন্য ওপেনাররা।তামিম ওদের কাতারেরই একজন।
মিডিয়া কোথায় তাকে বিনয়ী হওয়ার পরামর্শ দিবে তা না করে আরো উস্কে দিচ্ছে। এই হচ্ছে আমাদের সাংবাদিক ও মিডিয়ার দায়িত্বশীলতা!
তা সাংবাদিক সাহেবরা এবার একটু শান্ত হোন।নইলে দুই বছর পর আর একটা সেন্চুরি পাওয়ার আশা যে ধুলিস্যাৎ হয়ে যাবে!
©somewhere in net ltd.