নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষকের সন্তান সারোয়ার

আমি এক যাযাবর প্রেমী মানুষ। আমি যাযাবরদের ভালোবাসি। আমি মনে করি কোন পুরুষ'কেই গৃহে না থেকে বেরিয়ে পরা উচিত। আমি অনেকটাই মুক্ত মনের মানুষ না। কিন্তু যারা নিজেদের মুক্ত মনের মানুষ বলে দাবী করে, তাদের দেখলে আমার হাসি পায়। দিনে দিনে ভন্ড কম দেখিনিতো। আমি নিজেওতো একটু ভন্ড টাইপের, তাই চিনিতে ভুল করিনা বন্ধুরা। তবে আমি সমাজের উঁচু তলার চেয়ে নিচু তলার মানুষদের সাথে মিশতে আরাম বোধ করি। নিজেও উঁচু তলার না কিনা। ভালোবাসি মানবতাকে, গাল ভরা বুলি না।

কৃষকের সন্তান সারোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার কথা-১

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

অনেকদিন পর লিখছি। আসলে আমি এই ব্লগে লিখি কম বা বলা যায় ফেইসবুকেই থাকি। আমি কৃষকের সন্তান। কিন্তু আমার কোন জমি নাই চাষ করার জন্য। আমার বাবার ছিল অনেক জমি। একসময় এগুলো বিক্রি করা হয়। আমার দাদারও জমি ছিল, তাও বিক্রি করা হয়। আমার নানার ও নানির অনেক জমি ছিল। সেসবও বিক্রি করা হয়! কেন বিক্রি করা হয় জানেন? টাকার জন্য! আমাদের ওখানে তখন এতো পথ ছিলনা আয়ের। যখনি টাকার দরকার হতো তখনি বিক্রি করা হতো জমি! কাঁচা টাকা সবার হাতে ছিলনা! আমি বর্গা চাষী না, ভাগি চাষীও না। আমি জমি চাষও করিনা-আমার বাবার চাষের জমি নাই-তবুও আমি কৃষকের সন্তান! কারণ আমার বাবার পেশা কৃষক লেখা হয় যে কোন দরকারে! বাবা কৃষকই ছিলেন। বাংলার মানুষ জন্মগত বা বংশগত ভাবে কৃষক। তাই সবাই কৃষকের সন্তান। যারা বাড়ির ছাদে শখ করে একটা ফুলের গাছ লাগান তিনিও কৃষক।

আমি এতো নরম লেখা লেখার আপাতত কারণ একটাই, আমরা এতো হিংস্র হয়ে গেছি যে, অন্যের মুক্ত মতামতকে মেনে নিতে পারিনা। অথবা খুব বেশি খোলামেলা হয়ে অন্যের চিন্তা চেতনাকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলি। নিজেদের মানবতাবাদী প্রকাশ করি-কিন্তু মানবতার নূন্যতম অবস্থানও আমাদের হৃদয়ে নাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

আহলান বলেছেন: হ্যা, হয়তো সবাই এক সময় কৃষকই ছিলো .... সারা বিশ্বকেই তো এখন একটি বড় গ্রাম বলা হয়, আর গ্রামের মানুষ মানেই তো কৃষক ... ;)

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

কৃষকের সন্তান সারোয়ার বলেছেন: আপনার কথা ঠিক আছে। পরোক্ষভাবে আমরা সব্বাই কৃষক।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সানফ্লাওয়ার বলেছেন: অনেক ভাল লাগল লেখাটা পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.