নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষকের সন্তান সারোয়ার

আমি এক যাযাবর প্রেমী মানুষ। আমি যাযাবরদের ভালোবাসি। আমি মনে করি কোন পুরুষ'কেই গৃহে না থেকে বেরিয়ে পরা উচিত। আমি অনেকটাই মুক্ত মনের মানুষ না। কিন্তু যারা নিজেদের মুক্ত মনের মানুষ বলে দাবী করে, তাদের দেখলে আমার হাসি পায়। দিনে দিনে ভন্ড কম দেখিনিতো। আমি নিজেওতো একটু ভন্ড টাইপের, তাই চিনিতে ভুল করিনা বন্ধুরা। তবে আমি সমাজের উঁচু তলার চেয়ে নিচু তলার মানুষদের সাথে মিশতে আরাম বোধ করি। নিজেও উঁচু তলার না কিনা। ভালোবাসি মানবতাকে, গাল ভরা বুলি না।

কৃষকের সন্তান সারোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ, বাংলাদেশ।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

আমার দেশের নাম বাংলাদেশ। আমার মাতৃভূমি বাংলাদেশ। আমার পিতৃভূমি বাংলাদেশ। এই কথাটা বারবার বলতে ইচ্ছে করে। কিন্তু গলাটা আস্তে আস্তে নিজেই থেমে যেতে চায়! ভয়ে? না, না ভয়ে না। কারণটা চেতনায় লোকায়িত। যতবারই বলি না কেন এই কথাগুলি, ততোবারই আমার রাজনৈতিক পরিচয় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষকের মনমতো না হলেই নেমে আসতে পারে খড়গ! কেন এমনটি হয়? যখন আমার দেশের নাম বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ, আমার পিতৃভূমি বাংলাদেশ। কেন? লেজকাটা শেয়ালটাকে বড্ড মনে পড়ছে। তার লেজ কাটা পড়েছিল বলে বনের সব শেয়ালগুলিকে লেজ না থাকার উপকারীতা বুঝাতে গিয়ে আরোও লজ্জায় পড়েছিল। শেয়ালেরোও গল্পে লজ্জা আছে বলে দেখা যায়। কিন্তু আমাদের তথাকথিত রাজনৈতিক হিতপোদেশ প্রদানকারীদের তা আছে বলে আমার মনে হয় না। তারা ভুলে যায়, তাদেরকে সমস্যা সমাধান করার জন্য কামনা করা হয়, সমস্যার নতুন কোন রুপ দেয়ার জন্য না।

তবুও বলব, আমার দেশের নাম বাংলাদেশ। আমার মাতৃভূমি বাংলাদেশ। আমার পিতৃভূমি বাংলাদেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

ময়না বঙ্গাল বলেছেন: ভাই, আসুন আমরা ব্লগার ফেসবুকধারীদের মধ্য থেকেই সুস্থ ধারার রাজনীতি গঠনের প্রচেষ্টা শুরু করি। সুস্থ রাজনীতির একটি রুপরেখা স্লোগানিক মেথডে ব্লগে তুলে ধরার চেষ্টা করছি । আপনার দৃষ্টি আকর্ষন করছি। প্রাণ ভরা শুভ কামনা রইল।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

কৃষকের সন্তান সারোয়ার বলেছেন: আপনার শুভকামনায় কৃতার্থ হলাম। প্রস্তাব মন্দ না। ভেবে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.