![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক যাযাবর প্রেমী মানুষ। আমি যাযাবরদের ভালোবাসি। আমি মনে করি কোন পুরুষ'কেই গৃহে না থেকে বেরিয়ে পরা উচিত। আমি অনেকটাই মুক্ত মনের মানুষ না। কিন্তু যারা নিজেদের মুক্ত মনের মানুষ বলে দাবী করে, তাদের দেখলে আমার হাসি পায়। দিনে দিনে ভন্ড কম দেখিনিতো। আমি নিজেওতো একটু ভন্ড টাইপের, তাই চিনিতে ভুল করিনা বন্ধুরা। তবে আমি সমাজের উঁচু তলার চেয়ে নিচু তলার মানুষদের সাথে মিশতে আরাম বোধ করি। নিজেও উঁচু তলার না কিনা। ভালোবাসি মানবতাকে, গাল ভরা বুলি না।
আঃলীগ প্রথম যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল তখন তাদের সাথে জোট ছিল জাতীয় পার্টি (এরশাদ) সহ জামায়াত ই ইসলামী বাংলাদেশ। তাদের জোটের আন্দোলনের বিরুদ্ধে বিএনপি সমর্থক ও নেতা কর্মীদের শ্লোগান ছিল নিম্ন্ররূপঃ
(১) কথায় কথায় গদি ছাড়;
গদি কী তোর বাপ-দাদার?
(২) হাসিনার কোলে কারা?
স্বৈরাচার আর রাজাকার।
আজ যে জামায়াতকে আঃলীগ রাজাকার পার্টি হিসেবে গালি দেয় সেই জামায়াতকে কিন্তু প্রথম রাজাকার হিসেবে রাজনৈতিক ব্যবহার করেছিল বিএনপি। আঃলীগ শুধু সুযোগের সদব্যবহার করেছে মাত্র! আর এরশাদকে আঃলীগ ছাড়তে পারেনি। যদিও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের মুখ কম যায়নি। ভবিষৎ-এ যাতে কেউ অবৈধভাবে ক্ষমতায় না যেতে পারে সেজন্য কী কী আইনও নাকী করা হয়েছে! এদিকে স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ''এ সরকারকে বে-আইনি বলা যাবেনা আবার বৈধও নয়।''
সুতরাং, এরকম ভাবে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় তখন আঃলীগের কী নৈতিক কোন বৈধতা থাকবে এর বিপক্ষে কিছু বলার?
চুটকীঃ
**হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।
**ভুল বলো, নইলে বুঝতে পারবে না, সবাই তোমার কথা শুনছে কি না।
**আহা! চুরি কোরো না। রাজা মশাই প্রতিযোগী পছন্দ করেন না।
***মন্তব্য***
তুড় বড়ি খাড়া, খাড়া বড়ি তুড়!
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
কৃষকের সন্তান সারোয়ার বলেছেন: স্যার ফজলে হাসান আবেদের মতে, ''যেহেতু সংবিধান মেনে এ নির্বাচন করা হয়েছে সেহেতু এটা আইন সম্মত কিন্তু নির্বাচন মানে সকলের যথা সম্ভব অংশগ্রহণ, আর সেটা এ নির্বাচনে হয়নি তাই এটা বৈধতা ধরে রাখতে পারেনি।'' ওনার কথাটা আমার মনে ধরেছে তাই আমি উক্তিটি উল্লেখ করেছি। আর আমিও মনে করি, আইন সম্মত আর বৈধ এক কথা না। আইনের ভিতরেই ভালো মানুষকেও পুলিশ হাতকড়া লাগাতে পারে যদিও এটা বৈধ না যদি না পুলিশের মনে করার তারতম্য ঘটে। @রায়হান চৌঃ
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০
রায়হান চৌঃ বলেছেন: ''এ সরকারকে বে-আইনি বলা যাবেনা আবার বৈধও নয়।'
এর মানে কি.... "হিজড়া সরকার বলবো" ? না কি অন্য কিছু.?
বুঝিয়ে দিবেন কি..?