নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

আমাদের বিবেক অথবা .....।

১৪ ই মে, ২০১৪ রাত ১২:০৩

কত সহজেই বিক্রি হয় বিবেক !

যখন দেখি ভার্সিটি পড়ুয়া ছাত্র

নিয়োগ

পরিক্ষার প্রশ্ন বিক্রির ধান্ধায় রাত

কাটিয়ে দেয় মোবাইলে contact

করতে করতে।

আমি হতবাক যখন দেখি SMS - এ উওর

পাঠাবে তার জন্য কত

টাকা দিতে হবে,

অগ্রিম কত, Exam শেষ হইলে কত

এটা নিয়ে চলে ছলাকলা।

আমি বিষ্মিত

যে ছাএগুলো ভর্তি পরিক্ষার

জন্য রাতদিন

পড়াশোনা করে ভর্তি হয়েছে উচ্চ

শিক্ষালয়ে আর সেই ছাএই এখন প্রশ্ন

বিক্রি করে আরেকজন কে পরিক্ষায়

টিকিয়ে দেওয়ার চেষ্টায় রাত

জাগ্রত।

আর এখন নতুন যোগ হয়েছে ঐ সব

-----------(ভাষায় প্রকাশ যোগ্য নহে)

শিক্ষক -

শিক্ষিকা যারা Exam হলে সাহায্য

করে মোবাইল থেকে উওর লিখতে।

কত সহজেই বিক্রি হয় বিবেক ! বিবেক জাগ্রত

হবে কিনা সেটাও

জানতে ইচ্ছে করে ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: যাদের বিবেকই নেই, তাদেরটা জাগ্রত হবার কথাও নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.