![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
আমিও ছিলাম তোমাদের দলে।
ছিলো আবেগ, ভালোলাগা।
যে ভালোলাগা কে সংজ্ঞািয়ত
করা যায় না, যে আবেগ বুঝানো যায়
না। এখনো আছে সেই আবেগ ,
ভালোলাগা।
আমি এখনো ভালোবাসি কোন
একটি দেশের ফুটবল। যাদের
খেলা দেখতে আমি এখনো উন্মুখ।
বয়সে যারা নবীন তাদের
উদ্দেশ্যে আমার এই
লেখা কেননা প্রবীনেরা অনেক
ভালো জানে আমার থেকে।
নবীন
বন্ধুরা তোমরা যারা আবেগে অথবা ভালোলাগায়
সাধারণত যে কাজগুলো করো :-
একটা ঘটনা বলি, আমি যেদিন
থেকে ফুটবল বুঝি সেদিন থেকেই
দেখে আসতেছি , হিংসার আবেগ,
অসুস্থ প্রতিযোগিতা। কি ভয়ঙ্কর
সে প্রতিযোগিতা কি অসুস্থ
আমাদের ভালোলাগার
বহিঃপ্রকাশ।
যেভাবেই হওক এলাকার সবচেয়ে উচুঁ
বিল্ডিং কিংবা সবচেয়ে উচুঁ
গাছটায় সবচেয়ে উচুঁ বাশের
মাঝে প্রিয় দলের
পতাকা টা আমাকেই টানাতেই
হবে যেন প্রতিপক্ষ দলের
পতাকা আমাদের পতাকা থেকে বড়
কিংবা উচুতে উঠতে না পারে। তার
জন্য কত আয়োজন করে নিজেদের দলের
পতাকা বানিয়ে এমন
কাউকে গাছে বা ছাদের
সবচেয়ে উচুঁ জায়গায়
উঠিয়ে দেওয়া হয় যাতে মৃত্যুর কত
কাছাকাছি যাওয়া যায়
দেখিয়ে দেওয়ার জন্য।
প্রতিপক্ষ দল হেরে যাওয়ার পর
তাদের পতাকা নষ্ট করার জন্য কত ঢিল
ছোড়া, ছোট ভাইকে দেখা যায় বড়
ভাইয়ের দলের বিপক্ষে মিছিল বের
করতে। কখনো রাজনৈতিক
প্রতিপক্ষের চেয়ে ভয়ঙ্কর
মুখোমুখি হওয়া চায়ের
দোকানে তর্কের চরম পর্যায়ে কাপ
ছুড়ে মারা।
প্রিয় দলে হেরে যাওয়ায় সকলের
আড়ালে গিয়ে কান্না করা কিংবা মন
খারাপ করে উপোস থাকা।
মাঝে মাঝে শুনতে পাই আছাড়
দিয়ে টেলিভিশন ভাংগার খবর।
কিন্তু এগুলো তো আবেগের নিচু স্তর
উচু স্তর লিখতে গিয়ে আতকে উঠি -
যখন প্রিয় দলের বিশ্বকাপ
জিততে না পারায়
কারো আত্মহত্যার খবর শুনতে পাই।
আজ যখন অফিসে যায় তখন
আতকে উঠি এলাকায় উচুঁ গাছটায়
ছোট্ট
একটি ছেলেকে পতাকা টানাতে দেখে।
মন ফিরে যাই ভয়ঙ্কর অভিজ্ঞতার
দিকে বন্ধুর কৃষ্ণচূড়া গাছ
থেকে পড়ে যাওয়ার স্মৃতিতে,
মারাত্মক আহত হওয়ার স্মৃতি।
আবেগ ভালোলাগা আমি এখনও
পুষি একটু বদলে গিয়ে, নিজের
বিবেক দিয়ে, নিজেদের
মাঝে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত
না হয়ে।
বড় পতাকা কিংবা উচুতে টানানোর
প্রতিযোগিতা থেকে বের
হয়ে বাস্তবতা দিয়ে এখনও কোন
একটা দেশের খেলা আমি উপভোগ
করি মুগ্ধ হয়ে।
জানি না লেখার
উদ্দেশ্যে বুঝাতে পারবো কিনা তবুও
বলবো আবেগ, ভালোলাগা যেন
নিজেদের ইতিহাস
ঐতিহ্যে ছাড়িয়ে না যায় ,ছাড়িয়ে না যায়
নিজের জীবনের মুল্য,
ছাড়িয়ে না যায় সংসারের অটুট
বন্ধন।
ভালোবাসা ভালোলাগা থাকুক
ফুটবলের প্রতি সকলের।
©somewhere in net ltd.