![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
অন্যরকম চাওয়া আমার
অন্যরকম কষ্ট
অন্যরকম ভাষায় তুমি
করলে আমায় পথভ্রষ্ট।
অন্যরকম ভাষা ছিলো
ছিলো অন্যরকম সুখ
এখন তোমার অন্য দুয়ার
আর আমার অন্যরকম দুঃখ।
অন্যরকম সময় তোমার
অন্য পথে চলাফেরা
আমার মাঝে অন্য আমি
ভুল পথে তোমায় খোঁজেফেরা
২| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:১১
নতুন বালক বলেছেন: শায়মা , হয়তো বা
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ রাত ১১:৩০
শায়মা বলেছেন: অন্যরকম চাওয়া আমার

অন্যরকম কষ্ট
অন্যরকম ভাষায় তুমি
আমায় করলে পথভ্রষ্ট।
অন্যরকম ভাষা ছিলো
অন্যরকম সুখ
এখন তোমার অন্য দুয়ার
আমার অন্য দুখ।
অন্যরকম সময় তোমার
অন্য পথে ফেরা
আমার মাঝে অন্য আমি
তোমায় খুঁজে ফেরা..........
এইরকম হলে মনে হয় আরও ভালো হত!!!