![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
এক পৃথিবী অবিশ্বাসে
বুঝতে না চাওয়া
কিংবা বুঝাতে না পারা,
তুমার মর্মন্তুদ ফিরে যাওয়া
আমার অকিঞ্চন হয়ে যাওয়া।
বেশ আছি আমি অবিশ্বাসী
অবিমৃষ্যকারী একা একেলা।
পথ চলতে পথের বাকে
দেখা হবে, হবে দেখা
তখনও কি জানতে চাইবেনা
রয়েছি কেন একেলা ?
২| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫১
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল।
৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৪
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাদের
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল