![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
আমি ভীষণ পুড়ে যেতে চাই
দিনে রাতে সবসময়ই
পুড়ে পুড়ে হতে চাই নি:শেষ।
আমি চাই যেন কষ্ট পাই
কষ্টে কষ্টে যেন কালো হয়
আমার নীল আকাশ,
যেন নষ্টদের পাশেই হয়
আমার বসবাস।
ভ্রষ্ট পথেই ভালো লাগে ভীষণ
ভ্রষ্টপথেই আমি হাঁটতে চাই
ঘুনেধরা স্বপ্ন উড়িয়ে,
ভীষণ একলা উদাসী হতে চাই
তোমার দেওয়া ভ্রষ্ট পথে
ভীষণ কষ্টগুলো কুড়িয়ে ।
ইচ্ছেমত সাজাতে চাই
তুমার দেওয়া অন্ধকার,
আমি যেন অন্ধকারের হই
অন্ধকার যেন না হয় আমার।
©somewhere in net ltd.