![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
অপেক্ষায় .......
যদি বুঝানো যায়, কিভাবে
স্বপ্নদের বেড়ে উঠা।
যদি দেখানো যায়, কতটুকু
নিকোটিন জমেছে ।
চোঁখের নিচে কালো রেখা
আর,
অজস্র নির্ঘুম রাতের ব্যথা।
হয়তো বুঝবে, হয়তো বুঝবেনা
তবুও একটিববার যদি সামনে আসো
চোঁখের উপরে যদি চোঁখ রাখো,
কথা দিলাম আমার স্বপ্নগুলো
তোমার করে দিবো।
বুঝিয়ে দিবো নির্ঘুম রাতের ব্যথা
কালো রেখা আর নিকোটিনের কথা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭
নতুন বালক বলেছেন: ধন্যবাদ অপুর্ন রায়হান ভাই
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৫
নতুন বালক বলেছেন: কমেন্ট লিখতে গিয়ে যেন কলমের কালি কখনোই শেষ না হয় এই আশায় রাখি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন । শুভেচ্ছা