![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
মেয়ে, যাবে ঐ সুদূর
যেখানটায় কালো মেঘ
আকাশের নীল কে ভালোবেসেছে ?
মেয়ে, হাঁটবে কি আমার হাতটি ধরে
যেখানে মিশেছে দুটি রেখা
দুজনের স্বপ্ন কে এক করে ?
মেয়ে হারাবেনা কিছুই
যদি হারিয়ে দিতে না চাও
তবে,
চলো স্বপ্নে স্বপ্নে হারাই
একের স্বপ্নে অন্যকে পুড়াই।
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬
সুফিয়া বলেছেন: সুন্দর হয়েছে। ভাল লাগল। ++
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
নতুন বালক বলেছেন: ধন্যবাদ সকলকে
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: চলো স্বপ্নে স্বপ্নে হারাই
একের স্বপ্নে অন্যকে পুড়াই।
ভাল লাগল...............